এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতার হাত ধরে এবার সিঙ্গুরে হাজার কোটি টাকার লগ্নি, দেড় হাজার কর্মসংস্থান

মমতার হাত ধরে এবার সিঙ্গুরে হাজার কোটি টাকার লগ্নি, দেড় হাজার কর্মসংস্থান

সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরির জমিতেই এবার কার্বন ব্ল্যাক তৈরির পরিকল্পনা। কার্বন ব্ল্যাক তৈরির নতুন কারখানা গড়ে উঠবে সিঙ্গুরের জমিতে। কাজ মিলবে প্রায় ১৫০০ মানুষের। এদিন হিমাদ্রি স্পেশ্যালিটি কেমিক্যালসের সিইও অনুরাগ চৌধুরী জানান, ”কারখানার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বছর খানেকের মধ্যেই। আগামী বছরের এপ্রিলে প্রথম দফার বাণিজ্যিক উত্‍পাদন শুরুই লক্ষ্য।”। হিমাদ্রি স্পেশ্যালিটি কেমিক্যালসের তরফ থেকে জানানো হয়েছে ২০০৫ সালে এখানে তাদের পুরোনো কারখানাটি গড়ে ওঠে। তৈরী হয় বছরে প্রায় ১.২ লক্ষ টন সাধারণ মানের কার্বন ব্ল্যাক। লগ্নি হয় প্রায় ১৭০০ কোটি টাকা। এবার তাদের লক্ষ্য এই পুরোনো কারখানার পাশেই গড়ে তোলা হবে একটি নতুন কারখানা। প্রথম বছরেই তৈরী হবে ২ লক্ষ টন কার্বন ব্ল্যাক যাতে লগ্নি হবে ২০০০ কোটি টাকা। পরবর্তী ক্ষেত্রে সেই আয় গিয়ে দাঁড়াবে প্রায় ৫০০০ কোটি টাকায়। অনুরাগবাবুর দাবি প্রায় ৪০ টি নতুন ধরণের কার্বন ব্ল্যাক তৈরী করা হবে, বিদেশী বাজারে যার দাম প্রায় ১২ হাজার কোটি টাকা। ৮২ শতাংশ রপ্তানি করা হবে বিদেশেও। বিশ্বের পাঁচটি কারখানার মধ্যে এই কারখানাকে প্রতিষ্ঠিত করে তাঁদের উদ্যেশ্য বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!