এখন পড়ছেন
হোম > রাজ্য > বামফ্রন্টের সাংসদ তহবিলের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বামফ্রন্টের সাংসদ তহবিলের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্কুলের উন্নয়নের স্বার্থে সিপিএম নেতার সাংসদ তহবিল থেকে টাকা খরচ নিয়ে রাজনীতি , অভিযোগ উঠলো তৃণমূলের দিকে। এদিন পূর্ব মেদিনীপুরের সিপিএমের সম্পাদকমন্ডলীর সদস্য হিমাংশু দাস অভিযোগ সহকারে জানান, “২০১৭-‘১৮ আর্থিক বছরে সীতারাম ইয়েচুরির সাংসদ তহবিল থেকে কাঁথির জুকিয়াভেড়ি মাতঙ্গিনী বিদ্যাপীঠ স্কুলের ভবন নির্মাণে ৫ লক্ষ টাকা বরাদ্দের সুপারিশ করে জেলা প্রশাসনের কাছে প্রকল্প জমা পড়ে। ২০১৭-র জুলাই মাসে ওই বরাদ্দ হলেও স্কুল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। অথচ ২০১৮-র ২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের তরফে স্কুলকে চিঠি দিয়ে বলা হয়, সীতারাম ইয়েচুরি সাংসদ থাকার মেয়াদ ২০১৭-র অগস্ট মাসে শেষ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সাংসদ তহবিল থেকে বরাদ্দ টাকা খরচ হয়নি।” অব্যবহৃত টাকা দ্রুত ফেরত পাঠানোর দাবি জানান তিনি। এদিন সীতারাম ইয়েচুরি জানান, ”সাংসদ তহবিলের টাকা করদাতাদের দেয় অর্থ থেকে আসে। সেই টাকা এ ভাবে ফেলে রাখা বা কাজে লাগাতে না পারা অপরাধ। পশ্চিমবঙ্গে বিরোধীদলের সাংসদদের বার বার একই অভিজ্ঞতা হচ্ছে।” বিষয়টি সম্পর্কে ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ”২০১৬ সালে স্কুলের ভবন নির্মাণে অর্থ সাহায্য চেয়ে কয়েক জন সাংসদের কাছে আবেদন জানাই। কিন্তু সীতারামবাবুর সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ হওয়ার বিষয়ে কিছুই জানি না। স্কুলের জন্য কোনও টাকাও মেলেনি। তা হলে তা ফেরতের প্রশ্ন আসছে কী ভাবে!” তবে তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী সিপিএমের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ”ওই স্কুলের উন্নয়নে বিডিওর মাধ্যমে টাকা খরচ হবে। সিপিএমের অভিযোগ ভিত্তিহীন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!