বিজেপি মুখ্যমন্ত্রীর সাথে অধীর চৌধুরীর বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে জাতীয় বিশেষ খবর রাজ্য November 7, 2017 তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে মুকুল রায় নাম লেখানোর পরে বঙ্গ রাজনীতি বেশ সরগরম। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলে সূত্রের খবর, আর যা নিয়ে তীব্র জল্পনা রাজনৈতিকমহলে। লক্ষ্নৌয়ের শাস্ত্রী ভবনে এই বৈঠক হওয়ার কথা। যদিও অধীর বাবু জানিয়েছেন, তাঁর সঙ্গে যোগী আদিত্যনাথের পরিচয় ২০ বছরেরও বেশি সময়ের। রাজনীতি হোক, কিংবা সাংবাদ মাধ্যম কিংবা অন্য যে কোনও ক্ষেত্রের ব্যক্তিদের সঙ্গে যে কারও সম্পর্ক থাকতেই পারে। এটা ব্যক্তিগত অধিকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়, তিনি যাচ্ছেন যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে। কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন অধীরবাবুকে দলে নিতে চায় বিজেপি, অধীরবাবুও মমতা-বিরোধিতা থেকে খুব একটা পিছিয়ে আসতে রাজি নন। কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে, সেইসব পরিপ্রেক্ষিতে এই বৈঠক ঘিরে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -