এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য সরকারকে প্যাঁচে ফেলতে এবার ‘চরম পদক্ষেপ’ অধীর চৌধুরীর

রাজ্য সরকারকে প্যাঁচে ফেলতে এবার ‘চরম পদক্ষেপ’ অধীর চৌধুরীর

বিজেপিতে যোগ দিয়েই রাজ্য সরকার তথা তাঁর প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনছেন মুকুল রায়। তারমাঝেই রাজ্য সরকারের অস্বস্তি আরো বাড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি এবার রাজ্যের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা করতে চলেছেন। ইতিমধ্যেই ডেঙ্গু না ‘অজানা জ্বর’ তা নিয়ে বেশ বিতর্ক রাজ্য জুড়ে, তার মাঝে এই জনস্বার্থ মামলা নতুন করে সেই বিতর্কে ইন্ধন যোগাবে বলায় বাহুল্য। যে যে দাবিতে অধীরবাবু মামলা করতে চলেছেন তা হল –
১. এ রাজ্যে ডেঙ্গুকে অবিলম্বে মহামারী বলে ঘোষণা করা হোক
২. ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য লিখতে কোনও হাসপাতাল অথবা প্যাথলজিক্যাল সেন্টারকে যেন বাধা না দেওয়া হয়
৩. আক্রান্ত এবং মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য দিতে হবে
৪. ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না তা দেখতে হাইকোর্টের নজরদারিতে গঠন করা হোক উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি
৫. আদালত কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দিক, যাতে বাংলায় ডেঙ্গু মোকাবিলায় তারাও অবিলম্বে পদক্ষেপ করে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!