এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বাংলায় ফের বন্ধ কারখানা, কর্মহীন কয়েকশো শ্রমিক, পুজোর মুখে লাগাতার আন্দোলন শুরু!

বাংলায় ফের বন্ধ কারখানা, কর্মহীন কয়েকশো শ্রমিক, পুজোর মুখে লাগাতার আন্দোলন শুরু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই করোনা আবহে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন। আর এই লকডাউনের সময় কাজ হারিয়েছেন অনেকেই। আর এবার আরও একবার বাংলার কয়েকশো শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। রাজ্যের জুটমিল গুলোর অবস্থা তথৈবচ। বেশকিছু বন্ধ হয়ে গেছে, এবং বেশ কয়েকটি টিমটিম করে চলছে। কিন্তু এবার পুজোর মুখে কর্মীদের হতাশার মুখে ঠেলে দিয়ে বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল।

বৃহস্পতিবার সকালে টিটাগড়ের একটি জুটমিল কারখানায় তালা ঝুলতে দেখা যায়। কর্মীরা সকালে কাজে এসে যোগ দিতে না পেরে তুমুল হইচই শুরু করে দেয়। কারখানা লাগোয়া রাস্তায় পথ অবরোধ শুরু করেন কয়েকশো শ্রমিক। অন্যদিকে এই ঘটনায় বাংলা জুট সংগঠনের সচিব রামকৃষ্ণ জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই রাতারাতি সবকিছু খালি করে জুটমিলে তালা লাগিয়ে চলে গিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারী এক শ্রমিক জানিয়েছেন, মালিকপক্ষ যতক্ষণ না আবার কারখানা খোলার সিদ্ধান্ত নেবেন ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দিনের বেলা ব্যস্ত সময়ে কারখানা সংলগ্ন রাস্তায় যেভাবে কয়েকশো শ্রমিক বিক্ষোভ প্রদর্শন শুরু করেন, তাতে স্তব্ধ হয়ে যায় পরিবহণ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তাদের দেখা যায়। অন্যদিকে রাতারাতি জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই শ্রমিকদের অনিশ্চিত জীবনযাপনের মুখে পড়তে হলো। কারখানা মালিকদেরও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রমিকদের দুর্দশা মেটাতে মালিকপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করে কি না, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!