এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সম্মুখে পৌরভোট ! তৃণমুল বিধায়কের সুপারিশ পত্র ফাঁস হতে জোর জল্পনা রাজনৈতিক মহলে !

সম্মুখে পৌরভোট ! তৃণমুল বিধায়কের সুপারিশ পত্র ফাঁস হতে জোর জল্পনা রাজনৈতিক মহলে !

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই রাজ্যের চার পৌরনিগমের নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ।  নির্বাচন হতে চলেছে চলতি মাসেই এক্ষেত্রে মনোনয়নপত্র গ্রহণ আগামী ফেব্রুয়ারির ৯ তারিখে থেকে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন 12 ই ফেব্রুয়ারি আর এর মধ্যেই পুরো ভোটের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বিতর্কে দানা বেঁধেছে পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল শিবিরে  যেখানে  নেট মাধ্যমে একটি সুপারিশ পত্র ভাইরাল হয়েছে বলে দাবি করছে শিবিরের একাংশ ।

জানা যাচ্ছে  ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে তার নিজস্ব ছাপানো প্যাড ও সিলমোহর দিয়ে একটি প্রস্তাব পত্র তৈরি করেছিলেন তৃণমূলের স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ।যে প্রস্তাব পত্রে বর্তমান পৌর প্রশাসক সম্পর্কে নানান সমালোচনা করা রয়েছে বলে জানা যাচ্ছে সেই সাথে মেমোরির পুরসভার চেয়ারম্যান তথা পৌর প্রশাসক এর বিরুদ্ধে দুর্নীতি গ্রস্থ বলে অভিহিত করা হয়েছে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই প্রস্তাব পত্র যে তিনি লিখেছিলেন তা স্বীকার করলে এই পত্র উচ্চতর নেতৃত্বের কাছে পাঠাননি বলেও জানিয়েছেন বিধায়ক । তিনি জানান  ”নিজের পর্যবেক্ষণ মতো প্রার্থী সম্পর্কিত প্রস্তাবপত্র তৈরি করেছিলাম। তার পর দলের উচ্চনেতৃত্ব জানিয়ে দেয়, মেমারি পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে সমীক্ষা হচ্ছে। তাই আমি আর প্রস্তাবপত্র পাঠাইনি। জনসাধারণের মতামতের পরিপ্রেক্ষিতে ওঁর (স্বপন বিষয়ী) বিরুদ্ধে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আমি লিখেছি।” যদিও  বিধায়কের এই  মন্তব্য নিয়ে স্বপন অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তিনি  সংক্ষিপ্ত মন্তব্য করে জানান যে  ”দলের রাজ্য নেতৃত্ব যথা সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করবেন।”

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!