এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সন্দেশখালির আতঙ্ক বীরভূমেও? সুন্দরী বউ হলেই মিলবে টাকা! প্রবল অস্বস্তিতে তৃণমূল!

সন্দেশখালির আতঙ্ক বীরভূমেও? সুন্দরী বউ হলেই মিলবে টাকা! প্রবল অস্বস্তিতে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গোটা বাংলা জুড়ে কোন সংস্কৃতি তৈরি হচ্ছে? এ কোন কালচারের আমদানি করছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা! কিছুদিন আগেই সন্দেশখালির ঘটনা লজ্জায় ফেলে দিয়েছে গোটা বাংলাকে। যেখানে মাঝরাতে তৃণমূল নেতারা নাকি বাড়ির বৌদের ডেকে নিয়ে যেত পিঠে বানানোর জন্য। মহিলাদের ওপর যে অত্যাচার তা সত্যি ভয়ংকর জায়গায় পৌঁছে গিয়েছে এই রাজ্যে। আর এবার প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে যে কথা শুনতে হলো তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। আর তার ফলে মনে করা হচ্ছে যে, গোটা বাংলাতেই এইরকম নারী নির্যাতনের কাজ চলছে।

প্রসঙ্গত, এদিন মহম্মদ বাজারের একটি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আর সেখানেই এক সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। শতাব্দী দেবীর গাড়ির সামনে গিয়ে তিনি বলেন, “যার বউ দেখতে সুন্দর, সে টাকা পাবে, আর যার বউ দেখতে সুন্দর না, সে টাকা পাবে না।” অর্থাৎ সরকারি প্রকল্প প্রদানের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস যে বাড়ির বউদের রূপ দেখেই অর্থ প্রদান করছে, সেই নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো হলো ক্ষোভ। অনেকে বলছেন, এটাই তো রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সন্দেশখালির ঘটনা ঘটার পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই সন্দেশখালি করে রয়েছে। আর এবার ভোট প্রচারে গিয়ে শতাব্দী রায়ের মুখে যে বিক্ষোভ সাধারণ মানুষের পক্ষ থেকে দেখানো হলো, তাতে বোঝা যাচ্ছে যে, নারী নির্যাতন কোন জায়গায় পৌঁছে গিয়েছে এই রাজ্যে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!