এখন পড়ছেন
হোম > রাজনীতি > সরকারি ফলকে দলীয় পদের ব্যাবহার, এই হেভিওয়েটকে ঘিরে তুঙ্গে বিতর্ক!

সরকারি ফলকে দলীয় পদের ব্যাবহার, এই হেভিওয়েটকে ঘিরে তুঙ্গে বিতর্ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাবা ছিলেন রাজ্যের মন্ত্রী। কিন্তু এখন আর তিনি নেই। তবুও শাসক দলের পরিচয় বহন করে সরকারি ফলকে নাম দেখা গেল প্রয়াত সাধন পান্ডের মেয়ের শ্রেয়া পান্ডের। যাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যজুড়ে। শুধুমাত্র তৃণমূলের আহ্বায়ক হয়ে একটি সরকারি ফলকে কেন শ্রেয়া পান্ডের নাম থাকবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, মানিকতলা সংলগ্ন বাগমারি রোডে একটি রাস্তার নাম বিপ্লবী প্রফুল্ল চাকীর নামে করা হয়েছে। আর সেখানেই একটি ফলক উদ্বোধন করা হয়েছিল। যেখানে একাধিক জনপ্রতিনিধির নাম ছিল। কিন্তু সেই ফলকেই দেখা যায়, রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের নাম। তবে তার নামের আগে পদ হিসেবে ব্যবহার করা হয়েছে আহ্বায়ক। জানা যায়, তিনি তৃণমূল কংগ্রেসের এই এলাকার আহ্বায়ক হিসেবে রয়েছেন।

স্বাভাবিক ভাবেই একটি সরকারি কর্মসূচিতে, একটি সরকারি ফলকে কেন তার নামের আগে তৃণমূলের পদ ব্যবহার করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যদিও গোটা বিষয়ে ভুল স্বীকার করে নিয়ে অবিলম্বে তা মুছে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!