এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জল্পনার অবসান! মমতার উন্নয়নের রাস্তা ছেড়ে বিজেপিতেই যোগ দিলেন ‘বিদ্রোহী’ মিহির গোস্বামী

জল্পনার অবসান! মমতার উন্নয়নের রাস্তা ছেড়ে বিজেপিতেই যোগ দিলেন ‘বিদ্রোহী’ মিহির গোস্বামী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর। তবে তারপরেও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর বাড়িতে গিয়েছিলেন। যার পরে মনে করা হয়েছিল, প্রকাশ্যে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা মিহিরবাবু বললেও, ধীরে ধীরে বড়ফ গলতে পারে। কিন্তু না। এবার অবশেষে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী।

সূত্রের খবর, বৃহস্পতিবার আচমকাই দিল্লি উড়ে যান এই বিধায়ক। যেখানে শুক্রবার সকালে বিমানবন্দরে একটি ছবিতে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা যায় তাকে। আর তারপর থেকেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়। অবশেষে শুক্রবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় দফতরে উপস্থিত থেকে গেরুয়া শিবিরে নাম লেখাতে দেখা গেল দীর্ঘদিনের এই তৃণমূল নেতাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠনের পর থেকেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করতে দেখা গিয়েছিল এই তৃণমূল বিধায়ককে। যেখানে প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে নাম না করে প্রশ্ন তুলেছিলেন তিনি। আর তারপরই তার বিধায়ক কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রতীক সরিয়ে দেন এই নেতা। পরবর্তীতে সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূল ত্যাগ করছেন বলে জানিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেও তিনি কোন রাজনৈতিক দলে নাম লেখাবেন, এতদিন তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি মিহির গোস্বামী যাতে দলত্যাগ না করেন, তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর সঙ্গে আলোচনা করে তারপরে ধীরে ধীরে সমস্যার সমাধান হবে বলে সকলেই আশা করেছিলেন। কিন্তু তা তো হলই না, এবার উল্টে দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক নাম লেখালেন ভারতীয় জনতা পার্টিতে।

স্বভাবতই কোচবিহার দক্ষিণের বিধায়কের বিজেপিতে যোগদানে এখন ব্যাপক চাপে তৃণমূল নেতৃত্ব সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক বিধায়ক যেভাবে দলের বিরুদ্ধে সরব হচ্ছেন এবং যেভাবে বিজেপিতে নাম লেখালেন মিহিরবাবু, তাতে তৃণমূল উত্তরবঙ্গে অনেকটাই চাপে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, গত লোকসভা নির্বাচনে এমনিতেই উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এই তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান বিজেপিকে অনেকটাই উজ্জীবিত করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে হেভিওয়েট এই বিধায়ক বিজেপিতে যোগদান করায় উত্তরবঙ্গের রাজনীতিতে কি প্রভাব পড়ে, এখন সেটাই লক্ষণীয় বিষয় রাজনৈতিক মহলের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!