এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারো প্রকাশ্যে মুকুল-দিলীপের মতপার্থক্য! পুজোর আবহে বাংলায় গেরুয়া শিবিরে নতুন দ্বন্দ্ব?

আবারো প্রকাশ্যে মুকুল-দিলীপের মতপার্থক্য! পুজোর আবহে বাংলায় গেরুয়া শিবিরে নতুন দ্বন্দ্ব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় এবং দিলীপ ঘোষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে মাঝেমধ্যেই বিজেপির অলিন্দে কান পাতলেই শোনা যায়। এমনকি এই দুই নেতার দ্বন্দ্ব বন্ধ করতে কেন্দ্রের পক্ষ থেকে তাদের সঙ্গে বারবার আলোচনায় বসা হয়েছে। তবে মুখে দুজনেই বলেছেন যে, তাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। কিন্তু বিভিন্ন সময় তাদের এক একজনকার মন্তব্য ভিন্ন হওয়ার কারণে অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

আর এবার দুর্গাপুজো নিয়ে সেই দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের ভিন্নমত প্রকাশ্যে চলে এল। দুর্গাপুজোর ব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল পুজো করে না।” তবে মুকুল রায় অবশ্য বলেছেন, “বিজেপি দুর্গা পুজোর আয়োজন করবে।” স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতি এক কথা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি আরেক কথা বলায় দুই নেতার মধ্যেকার অনৈক্য যে আবার প্রকাশ্যে চলে এল, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার দুর্গাপূজার উদ্বোধনের মধ্য দিয়ে বিজেপি চাইছে নতুন করে জনসংযোগ স্থাপন করতে। এক্ষেত্রে আগামী ষষ্ঠীর দিন বঙ্গবাসীকে শারদ উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমে পুজো উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশকিছু পুজো উদ্বোধন করতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সেদিক থেকে বাংলার মানুষের আবেগ দুর্গাপুজো উদ্বোধন করে বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে চাইছে। আর এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, পুজোর আয়োজন করা বিজেপির কাজ নয়। বিজেপি ভারত মাতার পুজো করে। কিন্তু দিলীপ ঘোষ একথা বললেও, তার সম্পূর্ণ বিপরীত কথা শোনা গেছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের গলায়।

এদিন তিনি বলেন, “এরাজ্যে মনসা পূজো শাসকদলের অনুমতি ছাড়া হয় না। রাজ্যের বিজেপি নেতারা দূর্গাপুজো নিয়ে একটা পরিকল্পনা করেছেন। ভার্চুয়াল কোনো জায়গায় উৎসবের আয়োজন করা যায় কিনা, দেখা হচ্ছে। বিষয়টি দিলীপ ঘোষ জানেন।” আর দুর্গাপূজা নিয়ে দুই হেভিওয়েট বিজেপি নেতার এক এক ধরণের মন্তব্য যে ভারতীয় জনতা পার্টিকে ব্যাপক অস্বস্তিতে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের দুর্গাপূজা নিয়ে ভিন্ন মন্তব্য বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!