এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সৌগতর মন্তব্যের সঙ্গে সহমত নন ববি, তৃণমূলে কি ফের বিভাজন!

সৌগতর মন্তব্যের সঙ্গে সহমত নন ববি, তৃণমূলে কি ফের বিভাজন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যজুড়ে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তবে এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি সভা থেকে তৃণমূলের সবাইকে চোর বলবেন না, তাহলে পিঠে তাল পড়তে পারে বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যাকে কার্যত হুমকি, হুঁশিয়ারির সঙ্গেই তুলনা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে গান্ধীজীর কথা তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে, তারা গান্ধীবাদী দল হিসেবে পরিচিত। তাই তারা হাজার কষ্ট হলেও অত্যাচারীদের পাশে থেকে লড়াই করেন। অর্থাৎ এই মন্তব্যের মধ্যে দিয়ে তাহলে কি বর্ষিয়ান সংসদের বদলা নেওয়ার যে বার্তা সেই বার্তাকে কার্যত খণ্ডন করে দিলেন ফিরহাদ হাকিম, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই মন্ত্রী বলেন, “দেখুন উনি কি বলেছেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু এটা ঠিক, আমরা গান্ধীবাদী আদর্শে চলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে এমন কোনো জায়গা নেই, যেখানে তিনি মার খাননি। রাজশক্তি শেষ কথা বলে না। শেষ কথা বলে জনশক্তি। আমরা অত্যাচারিত মানুষদের পাশে থেকে লড়াই করব।” অর্থাৎ এই বার্তা দিয়ে কার্যত সৌগত রায়ের বক্তব্যের সঙ্গে যে তিনি সহমত পোষণ করছেন না, তা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন রাজ্যের এই মন্ত্রী বলেই দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!