এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে নিয়োগে বড়সড় দুর্নীতি সামনে আসতেই নড়েচড়ে বসছে সব মহল! বদলাচ্ছে নিয়ম

রাজ্যে নিয়োগে বড়সড় দুর্নীতি সামনে আসতেই নড়েচড়ে বসছে সব মহল! বদলাচ্ছে নিয়ম

দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতি চলছে বলে সরকারকে অস্বস্তিতে ফেলে দাবি করতে দেখা যাচ্ছিল বিরোধী দলগুলিকে। কিন্তু যাতে আর কেউ এই ধরনের অভিযোগ তুলতে না পারে, তার জন্য এবার রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির নিয়োগ পরীক্ষায় নিয়োগ-নীতি বদল করা হচ্ছে।

সূত্রের খবর, গত জুন মাসে ‘অফিস এগজিকিউটিভ’ এবং ‘জুনিয়র অপারেটিং টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট’-এর ৭৪৫টি শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। যেখানে একটি সংস্থা এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব পেয়েছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় সেই নিয়োগ প্রক্রিয়া যেমন বন্ধ করা হয়েছে, ঠিক তেমনই পুরনো পদ্ধতিরও ব্যাপক পরিবর্তন করা হচ্ছে।B

জানা যায়, এই বিদ্যুৎ বণ্টন কোম্পানিতে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকে মানবসম্পদ বিভাগ। সংস্থা বাছাই থেকে শুরু করে পরীক্ষা-বিপর্যয়, গোটা প্রক্রিয়ায় ওই বিভাগের কর্তারা কোনোমতেই তাদের দায় এড়াতে পারেন না। কিন্তু এই দপ্তরের পরিচালনাধীন কাজকর্ম নিয়ে অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষত কর্মী এবং অফিসারদের বদলি নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে।

 

শুধু তাই নয়, এই সংক্রান্ত একাধিক চিঠিও আধিকারিকদের কাছে জমা পড়েছে। ফলে চরম বিপাকে রয়েছেন এই বিভাগের কার্যকর্তারা। সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য এখানে চারটি সংস্থা নথিভুক্ত ছিল। কিন্তু তাদের মধ্যে থেকে ‘লিমিটেড টেন্ডার’ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সংস্থাকে বেছে নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর দায়িত্ব দেওয়া হয়। জানা যায়, গত জুন মাসে এই পরীক্ষা হয়েছিল। কিন্তু এরপরই দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। আর তাতেই বড়সড় গলদ চোখে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই প্রশ্ন তুলতে শুরু
সংস্থার অন্দরে প্রশ্ন উঠেছে, কীভাবে চারটি সংস্থাকে বাছাই করা হল, যে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে? পাশাপাশি গত জুন মাসের পরীক্ষায় এই দুর্নীতির ঘটনার সঙ্গে সংস্থার ভিতরের কেউ যুক্ত রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

তবে, বদলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ পদক্ষেপকে ঘিরেই এখন সবথেকে বেশি সরব হচ্ছেন কর্মী এবং অফিসাররা। কিছু ক্ষেত্রে একবার বদলির নির্দেশ জারি করে, কিছু দিনের মধ্যেই ফের নতুন নির্দেশিকা জারির অভিযোগ তুলছেন তারা। আর এতেই এই সংস্থার আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি একাংশের। এদিন এই গোটা বিষয় নিয়ে সংস্থার ডিরেক্টর (এইচআর) সুজয় সরকারকে ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে এই ব্যাপারে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “অনিয়মের অভিযোগ ওঠায় পরীক্ষা প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বণ্টন কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এমন ব্যবস্থা করতে হবে, যাতে চেষ্টা করেও অনিয়ম করা না যায়। সেই মতো নিয়োগ নীতির বদল করা হবে। নয়া ব্যবস্থায় নতুন করে পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে। নির্দিষ্ট অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।” সবমিলিয়ে নিয়োগে বড়সড় দুর্নীতি সামনে আসতেই নিয়ম বদলানোর সিদ্ধান্তের পক্ষে সওয়াল করতে শুরু করল অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!