এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কমিশনের কোপে বিজেপি নেতা ও তৃণমূল প্রার্থী, ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা

এবার কমিশনের কোপে বিজেপি নেতা ও তৃণমূল প্রার্থী, ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল বিজেপি নেতা সায়ন্তন বসু এবং তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ এর বিরুদ্ধে। নির্বাচনের মরসুমে বেশ কিছু নেতা-নেত্রী মন্তব্যের জন্য কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ, রাহুল সিনহার মত হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে। 24 ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টা প্রচারের জন্য বিধি নিষেধ জারি করা হয়েছিল এই সমস্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে। আর এবার 24 ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল বিজেপি নেতা সায়ন্তন বসু এবং তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল খাঁ-এর ক্ষেত্রে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 6 এপ্রিল তৃতীয় দফায় আরামবাগ বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছিল। আর সেদিনই এক সংবাদমাধ্যমে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ বলেন, “এখানকার এসসি এসটি ভোটাররা হচ্ছে স্বভাব ভিখিরি। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের জন্য এত কিছু করেছে। তা সত্ত্বেও সামান্য কটা টাকার জন্য ওরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেল।” আর এরপরই গত 16 এপ্রিল সেই সুজাতা মন্ডল খাঁকে শোকজ করে নির্বাচন কমিশন। অন্যদিকে শীতলকুচির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আমি সায়ন্তন বসু বলে যাচ্ছি। খেলা খেলতে যেও না। শীতলকুচির খেলা খেলে দেব।” আর এরপরই নির্বাচন কমিশনকে সেই শোকজের জবাব জানিয়ে দিয়েছেন দুই নেতা নেত্রী। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় কমিশন। আর তাই আগামী 24 ঘন্টার জন্য তৃণমূল এবং বিজেপির দুই নেতা নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল। জানা গেছে, রবিবার সন্ধ্যে সাতটা থেকে সোমবার সন্ধ্যে সাতটা পর্যন্ত কোনো রকম নির্বাচনী প্রচার করতে পারবেন না সুজাতাদেবী এবং সায়ন্তনবাবু।

বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ দফার নির্বাচনের সময় থেকেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই দুই নেতা নেত্রী। প্রতিপক্ষ শিবিরের হলেও একে অপরের মন্তব্যের মধ্যে দিয়ে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছিলেন তারা। স্বাভাবিক ভাবেই দুই দলের দুই হেভিওয়েট নেতা নেত্রী যখন বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছিলেন, তখন প্রতিপক্ষ শিবিরের পক্ষ থেকে ধেয়ে আসে আক্রমণ। আর এই পরিস্থিতিতে অবশেষে কমিশনের পক্ষ থেকে 24 ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল, তৃণমূলের সুজাতা মন্ডল খাঁ এবং বিজেপির সায়ন্তন বসুর জন্য‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!