এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতের অর্থনীতি নিয়ে বড়সড় দাবি প্রধানমন্ত্রীর, জেনে নিন

ভারতের অর্থনীতি নিয়ে বড়সড় দাবি প্রধানমন্ত্রীর, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দেশের সার্বিক করোনা সংক্রমনের পরিমান সম্প্রতি কমে এসেছে। তার সঙ্গে সঙ্গেই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করেছে। দেশের অর্থনীতি নিয়ে অনেকটাই আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি দেশে করোনা সংক্রমণ পূর্বের তুলনায় কিছুটা লাগাম পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে বর্তমানে দৈনিক করোণা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। দৈনিক সুস্থতার হারও ক্রমশ বাড়ছে। এরফলে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও দিন দিন কমে আসছে।

আজ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিকির ৯৩ তম বার্ষিক কনভেশন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে প্রধানমন্ত্রী জানালেন যে, দেশে করোনা সংক্রমণ শুরু হলে কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য ছিল দেশবাসীর প্রাণ বাঁচানো ও সংক্রমণ কিভাবে হ্রাস করা যেতে পারে সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন ঘটানো। এই কাজ সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী জানালেন যে, চলতি ২০২০ সালে দেশকে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে চলতে হলো । তবে, পূর্বের তুলনায় করোনা সংক্রমণ এখন অনেকটাই কম বলে জানালেন তিনি। সার্বিক পরিস্থিতি ভালো হয়েছে। বাড়ছে সুস্থতার হার। এর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী জানালেন যে, এই সময়ে দেশে বিদেশী বিনিয়োগের পরিমাণ পূর্বের তুলনায় বেড়েছে। দেশের অর্থনীতিতে তার সুফলও পাওয়া গেছে বলে তিনি জানালেন।

আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন, ” বর্তমানে অর্থনৈতিক উন্নতি আমাদের মধ্যে আশা জাগাচ্ছে। এই কঠিন সময়ের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি এবং দেশের মানুষের শক্তি আরও বেড়েছে। এর একটা বড় কৃতিত্ব আমাদের কৃষক ও তরুণ প্রজন্মের প্রাপ্য। ” এই সভা থেকেই কৃষকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, নতুন কৃষি আইনের ফলে কৃষকদের আয় বাড়বে। কৃষকদের সামনে খুলে যাবে নতুন বাজার।

বাড়বে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার। যার সুবিধা পাবেন কৃষকেরা। প্রধানমন্ত্রী আরও জানালেন যে, যখন একটি সেক্টরের উন্নতি হয় তখন তার প্রভাব অন্য সেক্টরেও পড়ে থাকে। কিন্তু বিভিন্ন শিল্পের মধ্যে যদি অপ্রয়োজনীয় দেয়াল তৈরী হয়ে যায়, তখন সমস্যার উদ্ভব হয়। তখন কোন শিল্পই আর নিজের যোগ্যতা অনুযায়ী তার উন্নতি ঘটাতে পারে না।

এই সভা থেকে প্রধানমন্ত্রী জানালেন যে, কৃষি ও তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য সেক্টরগুলি যেমন খাদ্য প্রক্রিয়াকরণ, স্টোরেজ, কোল্ড চেইন এগুলোর মধ্যে একটা অপ্রয়োজনের দেয়াল উপস্থিত হয়েছিল। কিন্তু নতুন কৃষি আইনের ফলে এই দেয়াল সরিয়ে দেয়া হয়েছে। এর ফলে কৃষকদের সামনে নতুন বাজার খুলে যাবে। আসবে নতুন বিনিয়োগ। সামনে আসবে উন্নত প্রযুক্তি। তার ফলে দেশের কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন। তাদের রোজগার বৃদ্ধি পাবে। এভাবেই নয়া কৃষি আইনের পক্ষেও বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!