এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস রিপোর্টের ভিত্তিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, হ্যাক হয়েছে পিকের ফোনও?

পেগাসাস রিপোর্টের ভিত্তিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, হ্যাক হয়েছে পিকের ফোনও?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেগাসাস রিপোর্ট সামনে আসার সাথে সাথে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে ভারতের একাধিক রাজনীতিবিদ এবং কৌঁশলীদের ফোনের ওপর নজর রাখা হচ্ছিল। তাদের যাবতীয় গোপন কথাবার্তা এই স্পাইওয়্যারের মাধ্যমে জানা যাচ্ছিল। এবং যাদের ফোন টয়াপ বা হ্যাক করা হয়েছে বলে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হল প্রশান্ত কিশোর।

ডিজিটাল ফরেনসিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, পেগাসাসের মাধ্যমে প্রশান্ত কিশোরের ফোন হ্যাক করা হয়েছিল বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। এ ব্যাপারে প্রশান্ত কিশোর জানিয়েছেন- তিনি যখন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছিলেন, তখন তাঁর ফোন হ্যাক করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বিশ্বব্যাপী মিডিয়া কনসোর্টিয়ামের অংশ। যা এই স্নুপিং কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে। কার্যত পিকে জানান, তিনি দীর্ঘদিন ধরেই তাঁর ফোন স্নুপিং হচ্ছে বলে সন্দেহ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই কারণেই 2017 থেকে 2019 এর মধ্যে তিনি অন্তত 5 বার তাঁর হ্যান্ডসেটটি পরিবর্তন করেছিলেন। কিন্তু তার পরেও তাঁর ফোন হ্যাক করা হয়েছে। অন্যদিকে ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী জানা যাচ্ছে, 14 ই জুলাই প্রশান্ত কিশোর যখন কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন কদিন আগে, ঠিক সেসময় প্রশান্ত কিশোরের ফোনে নজরদারি চালানো হয়। পাশাপাশি জানা যাচ্ছে, 2018 সালে তাঁর ফোন হ্যাক করার চেষ্টা হয়েছিল যদিও তা ব্যর্থ হয়।

এই পরিস্থিতিতে গতকাল সংসদে পেগাসাস রিপোর্ট নিয়ে বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে। কার্যত অভিযোগের তীর তাঁদের মোদি সরকারের দিকে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন প্রমাণ এখনো পর্যন্ত নেই। শুধুমাত্র ভারত সরকারকে বদনাম করার জন্য এ ধরনের অভিযোগ তুলে নিয়ে আসা হচ্ছে। আপাতত এই পেগাসাস রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। আগামী দিনে তা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!