এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারত থেকে করোনা তাড়ানোর উপায় বাৎলে দিলেন এবার দূর দ্বীপে বসবাসকারী ধর্মগুরু

ভারত থেকে করোনা তাড়ানোর উপায় বাৎলে দিলেন এবার দূর দ্বীপে বসবাসকারী ধর্মগুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার সংক্রমণ এই মুহূর্তে কিছুটা নিম্নমুখী হলেও পুরোপুরি স্বস্তি পাওয়া যাচ্ছেনা। কারণ এখনও আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। করোনা কবে কমবে তা নিয়ে এখনো পর্যন্ত চিকিৎসক এবং বিশেষজ্ঞরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে প্রত্যেকেই জোর দিচ্ছেন প্রতিষেধকের ওপর। যত তাড়াতাড়ি প্রতিষেধক দেওয়া যাবে দেশবাসীকে, তত তাড়াতাড়ি করোনার সঙ্গে লড়াই করা যাবে জোরদারভাবে। বিজ্ঞানী ও চিকিৎসকরা এধরনের মন্তব্য করলেও স্বঘোষিত ধর্মগুরুর মন্তব্য কিন্তু পুরোপুরি অন্যরকম। গুরু নিত্যানন্দ দাবি করেছেন, ভারতের মাটিতে যদি তিনি পা দেন, তাহলেই করোনা তাঁকে দেখামাত্রই পালিয়ে যাবে।

স্বাভাবিকভাবেই স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের এই দাবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সম্প্রতি স্বঘোষিত নিত্যানন্দ এধরনের একটি দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষ শোনা যাচ্ছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই স্বঘোষিত ধর্মগুরু একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাঁর এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছেন কিভাবে বা কবে করোনা দূর হবে ভারত থেকে? আর সেখানেই তিনি তাঁর সেই ভক্তকে এই অদ্ভুত উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর শরীরে দেবীর প্রবেশ ঘটেছে তাই তিনি যদি ভারতে পা দেন, তাহলে করোনা পালাবে দেশ থেকে।

প্রসঙ্গত জানা যায়, এই স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে একসময় নানান ভক্তিমূলক এবং আধ্যাত্মিক টিভি চ্যানেলে দেখা যেত জ্ঞান বিতরণ করতে। বছরের পর বছর তিনি এই হিন্দুত্ব নিয়ে জ্ঞান দিয়ে এসেছেন এবং ভারতে ও ভারতের বাইরে কোটি কোটি ভক্ত তৈরি করেছেন। কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি, প্রকাশ হয়ে যায় ধর্মগুরু নিত্যানন্দের অপকীর্তি। তিনি যে ছোট ছোট ছেলে মেয়ে এবং নাবালিকাদের ধর্ষণ ও অপহরণ করে নিজের আশ্রমে আটকে রাখতেন সে কথা প্রকাশ্যে এসে পড়ে এবং আশারাম বাপু ও বাবা রামরহিমের মতন নিত্যানন্দও যে একজন ধর্ষক, তা আর বুঝতে বাকি থাকেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গুজরাট পুলিশ তাঁকে গ্রেফতার করার আগেই রাতারাতি তিনি পালিয়ে যান বিদেশে এবং জানা যাচ্ছে, দেশ ছেড়ে পালানোর পর তিনি আস্ত একটা দ্বীপ কিনে নিজেই হিন্দুরাষ্ট্র তৈরি করেছেন। এবং তাঁর সেই হিন্দু রাষ্ট্রের তিনি নাম দিয়েছেন কৈলাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত ইকুয়েডরের থেকেও কয়েকশ কিলোমিটার দূরে গুরু নিত্যানন্দ একটি বিশাল দ্বীপ কিনেছেন। সেই দ্বীপে নিজের আশ্রম সহ বিভিন্ন সুবিধাজনক ব্যবস্থাপনাও তৈরী করে ফেলেছেন। ইতিমধ্যেই তিনি ওই দ্বীপে একটি ব্যাঙ্ক তৈরীর কথা জানিয়েছেন। অন্যদিকে ইকুয়েডর সরকার জানিয়েছে, ওই দ্বীপটি তাঁদের দেশের অংশ নয়, বরং আন্তর্জাতিক এলাকায় পড়ে।

তাই সেখানে ইকুয়েডরের হুকুম চলেনা। আর নিজের দেশে বসেই ধর্মগুরু বলে পরিচিত নিত্যানন্দ একের পর এক ধর্মীয় ভিডিও প্রকাশ করেন বর্তমানে। প্রসঙ্গত জানা গিয়েছে, করোনার সময় তাঁর দ্বীপে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এহেন ধর্মগুরুর দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঢেউ উঠেছে। অনেক ধার্মিক মানুষ যেমন তাঁর ধর্মীয় জ্ঞানে তাঁকেই বিশ্বাস করে বসে আছেন, সেরকম অনেকেই আবার যুক্তিসহ তাঁর কথা ছুঁড়ে ফেলে দিয়েছেন। তবে এ ধরনের স্বঘোষিত ধর্মগুরু যেহেতু এদেশে নেই, তাই তাঁর কথাকে গুরুত্ব দেবার কথা ভাবতে রাজি নন কেউই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!