বাম আমলে কেড়ে নেওয়া অনিচ্ছুক কৃষকদের জমি ফেরাচ্ছে রাজ্য সরকার বিশেষ খবর রাজ্য November 27, 2017 আজ বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন বাম আমলে কাওয়াখালিতে উপনগরীর নামে অধিগৃহীত জমি অনিচ্ছুকদের ফিরিয়ে দেবে রাজ্য সরকার। ২০০৪ সালে শিলিগুড়ির উপকন্ঠে কাওয়াখালিতে জমি অধিগ্রহণ করে তত্কালীন বাম সরকার বলে অভিযোগ। সেই কাওয়াখালির ৫২টি পরিবারকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি শিলিগুড়ির উপকন্ঠে ১১.৪৪২ একর জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এই ঘোষণা হতেই একযোগে বিরোধীরা সরব হয়ে ওঠেন। বিরোধীদের দাবি সামনে পঞ্চায়েত ভোট আর তাই গ্রামীণ ভোটারদের মন পেতে শাসকদলের এই পদক্ষেপ। আপনার মতামত জানান -