এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্টেশনেই সাক্ষাৎ হয়ে গেল মমতা-অনুব্রতর, কোন আলোচনা সারলেন দুজনে? জল্পনা তুঙ্গে

স্টেশনেই সাক্ষাৎ হয়ে গেল মমতা-অনুব্রতর, কোন আলোচনা সারলেন দুজনে? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ হলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। আর সেই অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ একসাথে পাওয়া গেল বোলপুর স্টেশনে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গেছেন। কার্যত শনিবার রাত থেকে বৃষ্টির কারণে হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে করে জেলা সফরের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হাওড়া স্টেশন থেকে তিনি জনশতাব্দী এক্সপ্রেসে রওনা হন। বোলপুর স্টেশনে গাড়ি থামা মাত্রই সেখানে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কার্যত শোনা গেছে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিভিন্ন খাবার তুলে দেন।

তবে বিভিন্ন মহলে কৌতূহল অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়াটা কি শুধুমাত্র খাবার তুলে দেওয়ার কারণে? নাকি অন্যতম সেনার সাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরে ফেললেন কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা? অনুব্রত মণ্ডল অবশ্য জানিয়েছেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনরকম রাজনৈতিক আলোচনা হয়নি। বোলপুর স্টেশনে আজকে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার। মুখ্যমন্ত্রী জেলা সফরে যাচ্ছেন এবং তাঁর সঙ্গে দেখা করাটা কর্তব্যের মধ্যে পড়ে বলেই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আগামী 7 ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। ওই দিন তিনি গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর তিনি রায়গঞ্জ যাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেও তিনি প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। 8 তারিখ মালদা এবং মুর্শিদাবাদেও প্রশাসনিক বৈঠক বসবে। মুখ্যমন্ত্রী কার্যত এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত জেলাশাসক, বিডিও, জনপ্রতিনিধিদের সাথে কথা বলবেন। 9তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে। এবং তারপর তিনি গোয়া এবং শিলং যাবেন বলে জানা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের হাত ধরে তৃতীয় বার বিশাল জয় পেয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল।

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য বলে তিনি জানিয়েছেন এর আগে বহুবার। সর্বভারতীয় স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব ইতিমধ্যেই অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এই সমস্ত জেলা সফরের আগে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা এবং জল্পনা তৈরী করেছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!