‘খুন’ হয়ে যেতে পারেন তিনি আশঙ্কায় শুভ্রাংশু রায় বিশেষ খবর রাজ্য November 23, 2017 রাজ্য রাজনীতিকে আবারো চমকে দিলেন মুকুল রায় পুত্র, বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। গতকাল সন্ধ্যায় বিস্ফোরকভাবে তিনি দাবী করেন, তাঁর বিধানসভা এলাকায় সুষ্ঠু রাজনীতির পরিবেশ হারিয়ে যাচ্ছে, বাড়ছে সমাজবিরোধীদের দৌরাত্ম্য। ফলে তিনি নিজে ‘খুন’ হয়ে যেতে পারেন। নিজের আশঙ্কা যে অমূলক নয় তা বোঝাতে গিয়ে শুভ্রাংশু রায় নোয়াপাড়ার এক সময়ের জনপ্রিয় যুব তৃণমূল নেতা বিকাশ বসুর প্রসঙ্গ টেনে আনেন। প্রসঙ্গত বিকাশবাবু ২০০০ সালে খুন হয়ে যান, তখন দলেরই এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। শুভ্রাংশু রায় বলেন, রাজনীতি সুষ্ঠুভাবে করা উচিত, ক্রিমিনাল দিয়ে যখন রাজনীতি হবে, তখন এই আশঙ্কা এসে যায়। আমার অবস্থা যেন বিকাশকাকুর (প্রয়াত যুব তৃণমূল নেতা বিকাশ বসু) মতো না হয়! আরো ব্যাখ্যা করে বোঝাতে গিয়ে শুভ্রাংশু রায় জানান, তিনি নিজে উন্নয়নের পক্ষে রয়েছেন, এলাকার মানুষের ভালর জন্য কাজ করছেন। কিন্তু তাঁর এলাকায় সমাজবিরোধী কাজকর্ম বাড়ছে, এলাকার পরিবেশ আর শান্তিপূর্ণ নেই, রোজ রাতে বোমা-গুলি চলছে, এলাকা দখলের রাজনীতি চলছে। আর তাই তিনি সমাজবিরোধীদের চক্ষুশূল হয়ে উঠছেন ফলে সমাজবিরোধীদের হাতেই নিজের প্রাণহানির আশঙ্কা করছেন। আপনার মতামত জানান -