আবার ‘ভোট চুরির’ অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সামনে আনলেন খোদ বিজেপি নেতা! জাতীয় বিশেষ খবর November 23, 2017 কিছুদিন আগেই জাতীয় রাজনীতি উত্তাল হয়েছিল যে ইভিএম যন্ত্রেও ব্যাপক কারচুপি করে ‘ভোট চুরি’ করে বিজেপি। যার জেরে বিরোধীদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিরোধীরা এসে প্রমান করে দিক কিভাবে ইভিএম হ্যাক হয়। যদিও চ্যালেঞ্জের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিরোধীই তা করতে না পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় ইভিএম সুরক্ষিত এবং বিরোধীদের অভিযোগ অহেতুক। কিন্তু গতকাল উত্তরপ্রদেশের ৬৫২টি মিউনিসিপ্যালিটির নির্বাচন ঘিরে সামনে এল আবারো সেই বিতর্কিত অভিযোগ। আর জাতীয় রাজনীতিতে তা আবার হইচই ফেলে দিয়েছে কারণ, বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ শৌরি টুইট করে এই প্রসঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার হননের অভিযোগ তোলেন। অরুন শৌরির অভিযোগ, ভিডিওতে পরিষ্কার দেখা গেছে যে কোনও বোতামই টেপা হোক না কেন আদতে ভোট জমা পড়ছে বিজেপির খাতায়! আর ‘কাকতালীয়ভাবে’ এমন ত্রুটিপূর্ণ ভোটযন্ত্র সবচেয়ে বেশি পাওয়া গেছে যেখানে বিজেপির ফল খুব একটা ভাল হওয়ার সম্ভাবনা কম বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা ছিল সেইসব সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে। আরো অভিযোগ, এইসব অভিযোগ সামনে আসা সত্ত্বেও উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন প্রতিকারের কোনও ব্যবস্থাই করেননি, আর তাই সোশ্যাল মিডিয়ায় তা সামনে আনার চেষ্টা করেন ভোটাররা। এরকমই একটি ভিডিওতে দেখা যায়, মিরাটের একটি বুথে এক ব্যক্তি বিএসপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বোতাম টিপলেও আলো জ্বলছে বিজেপি চিহ্নের পাশে! আর তারপরেই টুইটারে ক্ষোভে ফেটে পড়েন অরুন শৌরি। তিনি টুইট করেন, এরপরেও কি আর কোনও প্রমাণ দরকার আছে? ভোট যাকেই দেওয়া হোক না কেন তা যাচ্ছে বিজেপিতেই, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আপনার মতামত জানান -