এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুকুল রায়

আজ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুকুল রায়


রানী রাসমণি রোডের দলীয় সভা থেকে মুকুল রায় কিছু নথি দেখিয়ে অভিযোগ আনেন বিশ্ববাংলা বা জাগোবাংলা আদতে রাজ্যসরকার বা তৃণমূল কংগ্রেসের সম্পত্তি নয় তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন। যার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মুকুল বাবুকে আইনি নোটিশ পাঠান। যে নোটিশের পরিপ্রেক্ষিতে পাল্টা আইনি নোটিশ পাঠান মুকুল বাবুর আইনজীবী। যেখানে স্পষ্ট করে বলা হয়, জনসভায় মুকুল রায় যা বলেছিলেন, তা নিজের মতো করে ব্যাখ্যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী সাতদিনের মধ্যে সাংবাদিক বৈঠক ডেকে মুকুলবাবুর কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে নাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হবেন মুকুল রায়।
গতকালই সেই সাত দিনের সময়সীমা শেষ হয়েছে। আর তাই আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মানহানির মামলা দায়ের করা হবে বলে মুকুল রায় শিবিরের তরফে জানা গেছে। প্রসঙ্গত একই বিষয়ে ইতিমধ্যেই পাল্টা মুকুলবাবুর বিরুদ্ধে আলিপুরদুয়ার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলার শুনানিতে আদালত জানিয়েছে আগামী ১৪ ই ডিসেম্বর পর্যন্ত মুকুল রায় এই প্রসঙ্গে কোনো কথা বলতে পারবেন না। যদিও মুকুল রায়ের শিবির থেকে জানা যাচ্ছে, এই আদেশ দেওয়ার সময় মুকুল রায়ের কোনও আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন না। তবে এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় মুকুল রায় জানিয়েছেন, ভারতের সংবিধান বাকস্বাধীনতা দিয়েছে, তাই তিনি যথা সময়েই মুখ খুলবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!