এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে সম্প্রতি রাজ্যে আসছেন বিজেপির তিন শীর্ষ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেপি নাড্ডা

জল্পনা বাড়িয়ে সম্প্রতি রাজ্যে আসছেন বিজেপির তিন শীর্ষ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেপি নাড্ডা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, ততই বিজেপির শীর্ষ নেতারা বারবার করে আসছেন পশ্চিমবঙ্গে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আসছেন রাজ্যে। আগামী ৬ ই ফেব্রুয়ারি আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ৭ ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আসবেন, আগামী ১১ ই ফেব্রুয়ারি আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত কিছু নিয়ে সাজো সাজো রব বিজেপির। তবে, প্রধানমন্ত্রী সেদিন কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না বলেই জানা গেছে।

গতকাল শুভেন্দু অধিকারি, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির কোর কমিটির বিশেষ বৈঠকে দিল্লি গিয়েছিলেন। গতকাল বারুইপুরের সভার পর দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, সম্প্রতি বিজেপি রথযাত্রা বের করতে চলেছে। তিনি যেতে চলেছেন বিজেপির কোর কমিটির বৈঠকে। বৈঠকের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। জরুরি ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে বৈঠকে। এই বৈঠকে নির্বাচনী রণকৌশল বিষয়ে আলোচনা চলবে।

এই বৈঠকে বিজেপির রথযাত্রা কর্মসূচিকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি রথযাত্রা কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্যজুড়ে। গতকাল রথযাত্রা কর্মসূচি ছাড়াও অন্যান্য কর্মসূচি গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য প্রমুখরাও। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিকবার আসতে চলেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতারা। এই সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছিল গতকালের বৈঠকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন যে, রাজ্যের পাঁচটি স্থান থেকে রথ বের হবে। আগামী ৬ ই ফেব্রুয়ারি রথযাত্রার সূচনা করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। আগামী ১১ ই ফেব্রুয়ারি কোচবিহার থেকে রথ যাত্রার সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল বৈঠকের পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, বৈঠকের আগে থেকেই স্থির হয়েছিল যে, রাজ্যের পাঁচটি স্থান থেকে পাঁচটি পরিবর্তন রথ বের করা হবে। যার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আগামী ৬ তারিখ নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন জে পি নাড্ডা। এরপর তিনি আসবেন আগামী ৯ ই ফেব্রুয়ারি। সেদিন দুটি রথযাত্রার সূচনা করবেন তিনি। অন্যদিকে আগামী ১১ ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহার থেকে রথ যাত্রার সূচনা করতে চলেছেন। শেষ রথযাত্রা কাকদ্বীপ থেকে শুরু হবে। যার দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। একেকটি রথ যাত্রা চলবে ২৫ থেকে ৩০ দিন ধরে।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী সরকারি কাজে আসতে চলেছেন আগামী রবিবার হলদিয়ায়। সেদিন দলের তরফ থেকে একটি সভা ডাকা হবে। যার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। ইতিপূর্বে, গত লোকসভা নির্বাচনের সময়েও রথযাত্রার কর্মসূচির আয়োজন করতে চেয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য সরকার অনুমতি না দেওয়ার কারণে বিজেপির কর্মসূচি বন্ধ হয়েছিল। এবারও যদি রাজ্য অনুমতি না দেয়, তবে কি ব্যবস্থা নেয়া হবে? এ প্রসঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, এরকম যদি পরিস্থিতি হয় তবে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি দেখেই পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!