এখন পড়ছেন
হোম > অন্যান্য > দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, একের পর এক ব্যক্তিত্বের শোকবার্তা প্রকাশ

দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, একের পর এক ব্যক্তিত্বের শোকবার্তা প্রকাশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকাল সাড়ে সাতটায় লোকান্তরে পাড়ি দিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। তাঁর মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছেন একের পর এক ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে, চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য চিরকাল মানুষের মনে থেকে যাবেন অভিনেতা দিলীপ কুমার। বিভিন্ন প্রজন্মের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় তিনি। অসম্ভব দক্ষ অভিনেতা দিলীপ কুমারের মৃত্যু ভারতীয় সংস্কৃতির জগতের কাছে এক বিরাট ক্ষতি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে তিনি শোকস্তব্ধ। তাঁর অসামান্য অভিনয় দক্ষতায় মানুষকে আনন্দ দান করেছেন তিনি চিরকাল। বিভিন্ন প্রজন্মের মানুষের কাছে সমান ভাবে তিনি জনপ্রিয়। তাঁর স্ত্রী সায়রা বানু ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন যে, ভারতীয় চলচ্চিত্র জগতে দিলীপ কুমারের অবদান কখনোই ভোলার নয়। কেন্দ্রীয় মন্ত্রীর পীযূষ গোয়েল তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন যে, অভিনেতা দিলীপ কুমারের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর অভিনয় ভারতীয় চলচ্চিত্রকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। শিল্পী হিসেবে তিনি অমর হয়ে থাকবেন। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি বারবার ফিরে আসবেন সিনেমাপ্রেমী মানুষদের কাছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন যে, দিলীপ কুমারের মৃত্যু এক বড় ক্ষতি। গঙ্গা-যমুনা সিনেমায় তাঁর অভিনয় সকলের মন ছুয়ে গিয়েছিল। তিনি জানিয়েছেন, যখন পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল দিলীপ কুমারকে। সে সময় অভিনেতার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। এটা তাঁর জীবনের এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!