এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিশ্ববাংলা লোগোতে কালি লাগানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

বিশ্ববাংলা লোগোতে কালি লাগানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা


রানী রাসমণি রোডের দলীয় সভা থেকে মুকুল রায় নথি দেখিয়ে অভিযোগ আনেন বিশ্ববাংলা লোগো আসলে রাজ্য সরকারের নয়, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন। আর তারপর থেকেই বিজেপির ছাত্র-যুব সংগঠন এই ইস্যুতে প্রতিবাদে সোচ্চার। এরপরই হঠাৎ দেখা যায় ভিআইপি রোড জুড়ে, কেষ্টপুর-বাগুইআটি এলাকায় বিশ্ববাংলার যতগুলি লোগো ছিল সবকটিই কেউ বা কারা রাতের অন্ধকারে আলকাতরা মাখিয়ে ঢেকে দিয়েছে। এমনকি কয়েক জায়গায় মুখ্যমন্ত্রীর ছবিতেও আলকাতরা মাখানো হয়েছে বলে অভিযোগ ছিল।
স্বভাবতই এমন ঘটনা সামনে আসতে রাজ্য জুড়ে হইচই পরে গিয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে বিশ্ববাংলার লোগোতে কালি লাগানোর অভিযোগে লেকটাউন থানার পুলিশ বিজেপির উত্তর ২৪ পরগণা যুব সভাপতি মণিকাঞ্চন পালকে গ্রেপ্তার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!