এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শুভেন্দু কি বিজেপিতে, ভারতমাতা শ্লোগান নিয়ে মুখ খুলে, বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শুভেন্দু কি বিজেপিতে, ভারতমাতা শ্লোগান নিয়ে মুখ খুলে, বোমা ফাটালেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিক কালে রাজ্য রাজনীতিতে যে ব্যক্তিকে নিয়ে সবথেকে বেশি জল্পনা ছড়িয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী। দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হতে দেখা যাচ্ছে তার। আর এই পরিস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে গত নন্দীগ্রাম দিবসের পর থেকে আরও বেশি করে জল্পনা ছড়িয়ে পড়েছে। কেননা নন্দীগ্রাম দিবসের অরাজনৈতিক সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছিল ভারতমাতার জয়গান।

স্বাভাবিক ভাবেই বিজেপি নেতাদের গলায় এই স্লোগান শোনা যায়‌। আর রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রীর গলায় এই ধরনের স্লোগান শুনতে পাওয়ার পর থেকেই সেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। আর এবার শুভেন্দু অধিকারীর গলায় “ভারতমাতার জিন্দাবাদ” স্লোগান নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যারা ভারতের বাইরে আছেন, তারা পর্যন্ত ভারত মাতা কি জয় বলেন। কিন্তু এই বাংলাতেই জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। বাংলাদেশের শ্লোগান নিয়ে আসা হচ্ছে। সেই পরিবেশে বড় হওয়াতে শুভেন্দুর স্লোগান নতুন লাগছে। কিন্ত পশ্চিমবঙ্গের মানুষ বলতে শুরু করেছেন জয় শ্রীরাম। পরিবর্তন শুরু হয়েছে।”

সূত্রের খবর, এদিন কোচবিহারে প্রাতঃভ্রমণ করে চা চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের তরফে শুভেন্দু অধিকারীর “ভারতমাতা জিন্দাবাদ” স্লোগান নিয়ে প্রশ্ন করা হয় বিজেপি রাজ্য সভাপতিকে। আর সেই প্রসঙ্গে কার্যত খুশি হয়ে এই শ্লোগান “অস্বাভাবিক কিছু নয়” বলে দাবি করেন দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুরের এই বিজেপি সাংসদ বলেন, “শুধু শুভেন্দু কেন, সারা ভারতবাসীর ভারতমাতা কি জয় স্লোগান দেওয়া উচিত।”

এদিকে তৃণমূলের অভ্যন্তরে একের পর এক যেভাবে বিদ্রোহ শুরু হয়েছে, তাতে সকলের জন্যই বিজেপির দরজা খোলা আছে বলেও জানিয়ে দেন দিলীপবাবু। বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী যদি বিধানসভা নির্বাচনের আগে দলত্যাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেস বড়সড় বিপদের সম্মুখীন হবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের সবথেকে বেশি যিনি জনপ্রিয়, তার নাম শুভেন্দু অধিকারী‌ এক্ষেত্রে শুভেন্দুবাবু দলত্যাগ করলে তার পাশাপাশি দলের অনেক বিধায়ক তার পথ অনুসরণ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর গলায় “ভারতমাতা শ্লোগান” নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখনই সেই ব্যাপারে খুশি হয়ে মন্তব্য করে তৃনমূলের চাপ আরও বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এদিন কোচবিহারের দক্ষিণের মিহির গোস্বামীর সাথে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সাক্ষাৎকার নিয়েও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “বিজয়ার পর গিয়েছেন। কুশল বিনিময় করেছেন। অনেক খবর আসছে। অনেক নেতা, মন্ত্রী, বিধায়ক বলতে শুরু করেছেন, তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপির তরফ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। খোলা হাওয়ায় শ্বাস নিন। বিজেপিতে আসুন। বাংলায় পরিবর্তন করুন।”

একাংশের মতে, যেভাবে দিলীপ ঘোষ তৃণমূলের অন্দরের ভাঙ্গন নিয়ে মন্তব্য করলেন এবং সকলকে বিজেপিতে স্বাগত জানালেন, তাতে তৃণমূলের চাপ আরও বাড়তে শুরু করল। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অনেক হেভিওয়েট বিজেপিতে যোগদান করতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মত শীর্ষনেতার গলায় ভারতমাতার বন্দনা শুনতে পাওয়ায় বিজেপির দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে সেই জল্পনা আরও বৃদ্ধি পেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!