বিজেপিকে তীব্র আক্রমণের পাশাপাশি ফের তাপস পালকে নিয়ে মুখ খুললেন মমতা জাতীয় রাজ্য April 25, 2019 বুধবার কৃষ্ণনগরে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপের পারদ চড়েছিল। দুই দলের দুই হেভিওয়েট শীর্ষ নেতা নেত্রী একে অপরের বিরুদ্ধে ঠিক কী রকম আক্রমণাত্মক বাক্য প্রয়োগ করেন তার দিকে তাকিয়ে ছিলেন সকলেই। আর সেইমতো বুধবার দ্বিতীয় দফায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে একদিকে রাজ্যের মা মাটি মানুষের সরকারের উন্নয়নের কথা যেমন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই গেরুয়া শিবিরকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “নদীয়া জেলায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। তেহট্টে নতুন স্টেডিয়াম, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শিক্ষাপ্রতিষ্ঠান, শান্তিপুর কালনার মাঝে গঙ্গার সেতু সহ নানা উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে।” আর এরপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, টাকা ছড়িয়ে বিজেপি বিভিন্ন জায়গায় জনসভা করে লোক আনছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি তৃণমূল নেত্রী আরও বলেন, “যারা বাংলাকে চেনে না তারা বাংলায় ভোট চাইতে এসেছে। কেন্দ্রের পক্ষ থেকে বাংলাকে বারবার বঞ্চনা করা হয়েছে। এদের ভোট চাওয়ার কোনো যোগ্যতা নেই। কৃষক, সাধারণ মানুষ, বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্র কিছুই করেনি। তাই এবারে আপনাদের উন্নয়নের স্বার্থে তৃণমূলকেই ভোট দিন।” এদিকে এদিনের এই সভা থেকে কৃষ্ণনগরের বিদায়ী তৃণমূল সাংসদ তাপস পালের কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওকে দু বছর জেলে বন্দি করে রেখে দিল। ওর শরীর খুব খারাপ। সত্যি আজ ওকে দেখে খারাপ লাগে। কখন কি হবে কেউ কিচ্ছু বলতে পারবে না।” পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে জগাই মাধাইয়ের জুটি বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে এবার নদীয়ায় নির্বাচনী জনসভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফের আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনার মতামত জানান -