তারকেশ্বরে মুখ্যমন্ত্রী – সরকারি সফর হলেও, নির্বাচনের আগে জল্পনা বাড়ছে রাজ্য হাওড়া-হুগলি February 20, 2019 কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে এবার ফের হুগলি জেলার তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, একদিকে মাটি উৎসবের উদ্বোধন আর অন্যদিকে তারকেশ্বরের বালিগোড়িতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর। আর রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সফর নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে হুগলি জেলা প্রশাসনের অন্দরে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 6 ই ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রীর এই তারকেশ্বর সফরে আসার কথা থাকলেও হঠাৎই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সেই সিবিআই নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের সংঘাতকে বৃদ্ধি করে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসে যাওয়ায় মুখ্যমন্ত্রী বাতিল করেন তার এই সফর। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এরপরই 22 ফেব্রুয়ারি তিনি তারকেশ্বরে আসবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। আর তাই আগামী শুক্রবার মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব তারকেশ্বরে। প্রশাসন সূত্রের খবর, দুপুর একটা নাগাদ তারকেশ্বরে হাজির হবেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই সেইখানে সভা করবেন তিনি। আর ইতিমধ্যেই মন্ত্রিসভাকে সার্থক করতে শাসকদলের পক্ষ থেকে ব্লক ও টাউন থেকে কমপক্ষে পাঁচ হাজার করে লোক নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সড়কপথে নাকি হেলিকপ্টারে আসবেন তা নিয়ে ধন্দে রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই একটি অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। অন্যদিকে সভাস্থল থেকে যদি মুখ্যমন্ত্রী তারকেশ্বর মন্দিরে যান তারজন্যও সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে। সব মিলিয়ে আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকেশ্বর সফর ঘিরে তীব্র তৎপরতা প্রশাসনের অন্দরে। আপনার মতামত জানান -