এখন পড়ছেন
হোম > জাতীয় > অসম্ভব ব্যস্ত! মুখ্যমন্ত্রীকে বিধানসভা নির্বাচনের প্রচারে না পিকের! হতাশা বাড়ছে এই শাসকদলের

অসম্ভব ব্যস্ত! মুখ্যমন্ত্রীকে বিধানসভা নির্বাচনের প্রচারে না পিকের! হতাশা বাড়ছে এই শাসকদলের


প্রশান্ত কিশোর একজন জনপ্রিয় ভোট বিশেষজ্ঞ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। 2012 সাল থেকে প্রশান্ত কিশোরের জয়যাত্রা শুরু হয়। সে সময় গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন এবং সেই নির্বাচনে নরেন্দ্র মোদী তৃতীয় বারের মতন গুজরাটের মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করেন। এরপর প্রশান্ত কিশোর জনতা দল সংযুক্তর হয়ে কাজ করেন এবং সেখানেও দেখা যায় নিতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর সদ্য অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন প্রশান্ত কিশোরের ক্ষুরধার ভোট পরিকল্পনার জোরে। বর্তমানে প্রশান্ত কিশোর 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং তার সাথে তামিলনাড়ুতে বিরোধীদল ডিএমকের নির্বাচনী প্রচারের যাবতীয় দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছেন প্রশান্ত কিশোর। কিন্তু তার মধ্যেই নতুন করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং 2022 সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁট বাঁধতে চাইছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, ইতিমধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বহুবার প্রশান্ত কিশোরের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন। যদিও চূড়ান্ত ব্যস্ততার কারণে এখনও পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি প্রশান্ত কিশোর বলে জানা গেছে। আপাতত প্রশান্ত কিশোরের পাখির নজর বাংলায় 2021 এর বিধানসভা নির্বাচন এবং তামিলনাড়ুতে স্ট্যালিনকে জেতানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। তবে পাঞ্জাব কংগ্রেস এখনই হাল ছেড়ে দিতে রাজি নয়। উল্লেখ্য, 2017 সালের বিধানসভা নির্বাচনেও প্রশান্ত কিশোরের হাত ধরেই পাঞ্জাবে কংগ্রেস অভাবনীয় সাফল্য পেয়েছিল।

তাই 2022 এও প্রশান্ত কিশোরের হাত ধরে ক্যাপ্টেন অমরিন্দর সিং নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, বর্তমানে প্রশান্ত কিশোর চূড়ান্ত ব্যস্ত তামিলনাড়ু এবং বাংলা নিয়ে। তাই পাঞ্জাবের দায়িত্ব তিনি আদৌ নেবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। উপরন্তু 2017 সালের পর থেকে প্রশান্ত কিশোর আর পাঞ্জাবমুখো হননি বলে জানা গেছে। প্রসঙ্গত, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই মুহূর্তে পাঞ্জাব সরকার নিয়ে খুব একটা চিন্তা-ভাবনা করছেন না ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। যত দিন যাচ্ছে, দেখা যাচ্ছে রাজনৈতিক ময়দানে প্রশান্ত কিশোরের জনপ্রিয়তা ক্রমশ গগনচুম্বী হয়ে পড়ছে। একের পর এক নির্বাচনের সাফল্য তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলা এবং তামিলনাড়ুর নির্বাচনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জনপ্রিয় ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। উপরন্তু জানা গেছে, ইতিমধ্যে মধ্যপ্রদেশের 24 টি আসনের উপ-নির্বাচনের জন্যেও কংগ্রেসের প্রচার কৌশল এর দায়িত্ব পেয়েছেন প্রশান্ত কিশোর।

তাই মনে করা হচ্ছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রশান্ত কিশোরকে ভোট বৈতরণী পার করার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে প্রশান্ত কিশোর রাজনৈতিক দলগুলির কাছে খুবই উল্লেখযোগ্য একটি নাম। যেসব রাজনৈতিক দলগুলি সাধারণভাবে একটু পিছিয়ে পড়ছে, তাঁরাই প্রশান্ত কিশোরের মতো নির্বাচনী কৌঁশলীকে পাশে পাওয়ার দরুণ আবারও স্বমহিমায় ফিরে আসছে। এর আগে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রেও তাই হয়েছে।

অন্যদিকে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার রাজনৈতিক মঞ্চে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়ার পর প্রশান্ত কিশোরের শরণাপন্ন হন তৃণমূল সুপ্রিমো এবং যথারীতি তৃণমূল রাজনৈতিক জমি ফিরে পাওয়ার পথে একটু একটু করে এগোচ্ছে। একইভাবে তামিলনাড়ুর রাজ্যের ডিএমকের স্ট্যালিন তামিলনাড়ুর রাজ্যে পাওয়ার ফিরে পাওয়ার জন্য প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছেন বলে খবর। বিশেষজ্ঞদের মতে, পরপর যেভাবে রাজ্যপাট বজায় রাখার জন্য প্রশান্ত কিশোরের শরণাপন্ন হচ্ছে রাজ্যের বিভিন্ন দল, তাতে বোঝাই যাচ্ছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দাওয়াই ম্যাজিকের মতন কাজ করছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!