এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে তোপ দেগে ২০২১ নিয়ে বড় ঘোষণা তৃণমূলের ,জেনে নিন

অমিত শাহকে তোপ দেগে ২০২১ নিয়ে বড় ঘোষণা তৃণমূলের ,জেনে নিন


বাংলা নিয়ে মুখ খুলেছিলেন অমিত শাহ। এবার তাঁকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বললেন, ‘আপনাদের লক্ষ্য শুধু বাংলার ভোট। আপনারা আপনাদের রাজনীতি করে যান, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন।  এদিন একটি বেসরকারি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই ফের বাংলা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এদিন তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন, যদি মমতা ব্যানার্জীর ইচ্ছে হয় যে বিজেপি সেখানে সরকার চালাবে তাহলে ওনার ওই ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে।

প্রসঙ্গত, বার বার নানা বিষয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে। নানা বিষয় নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সেই নিয়েই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে, তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিলেন যদি মনে হয় তৃণমূল সরকার বাংলাকে ঠিকমতো চালাতে পারছে না তবে অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলার দ্বায়িত্ব নিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই এইদিন মুখ খুললেন অমিত শাহ। বেসরকারি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এইদিন বলেন যে, যদি মমতা ব্যানার্জীর ইচ্ছে হয় যে বিজেপি সেখানে সরকার চালাবে তাহলে ওনার ওই ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে। অমিত শাহ বলে, আমি সেখানে সরকার চালাতে পারব না, আমি তো একজন সাংসদ।

 

আর অমিত শাহের বাংলা দখলের হুঙ্কার সামনে আসতেই মুখ খুলেছে তৃণমূল শিবির। এদিন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লেখেন, “অমিত শাহকে ধন্যবাদ! কারণ উনি এটা পরিষ্কার করে দিলেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ওঁর দলের অগ্রাধিকার বাংলার ভোট। কোভিড চ্যালেঞ্জ মোকাবিলা নয়, উমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, আপনাদের লক্ষ্য শুধু বাংলার ভোট। আপনারা আপনাদের রাজনীতি করে যান, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন।”

আর এই সব নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা , অনেকেই মনে করছেন যে, বাংলায় বিজেপি ২০২১ এ লড়ার জন্য প্রস্তুত ও তৃণমূলকে উৎখাত করবেনই সেই কথাই ঘুরিয়ে এদিন জানিয়েছিলেন অমিত শাহ। আর তার ফলে চাপ বাড়লো রাজ্যের শাসকশিবিরের? কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে এদিন ডেরেক জানিয়ে দিলেন যে তারা মোটেও এতে ভীত নন, মমতা বানার্জিই ফের ক্ষমতায় আসছেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!