এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সময়ের আগেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফণী’, কি জানাচ্ছে মৌসম-ভবন?

সময়ের আগেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফণী’, কি জানাচ্ছে মৌসম-ভবন?

সারা দেশে বিশেষ করে দেশের পূর্ব উপকূলের রাজ্যগুলোর বর্তমান আতঙ্কের নাম ‘ফণী’, ঘন্টায় সর্বোচ্চ ২০০ কিমি বেগে ওড়িশার পুরীর কাছে স্থলভাগে আছে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল। প্রথমে ওড়িশার উপরে আছড়ে পড়লেও ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে চলে যাবে বলে মনে করা হচ্ছে – ফলে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই, কলকাতা পুরসভা সহ রাজ্যজুড়ে ‘হাই-অ্যালার্ট’ জারি করা হয়েছে। স্কুল-কলেজে ছুটি ঘোষণা করার পাশাপাশি, সমস্ত পুরকর্মীদেরও ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু, এরপরেই সামনে এসেছে আরও বড় খবর – প্রস্তুতির সময় আরও সংক্ষিপ্ত করে সময়ের অনেক আগেই ওড়িশার কাছে স্থলভাগে আছে পড়তে চলেছে এই ঘূর্ণিঝ বলে জানা গেছে। আবহাওয়াবিদদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই ঘূর্ণিঝড় আগামীকাল বিকেলের দিকে ওড়িশা উপকূলে ঝাঁপিয়ে পড়তে পারত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, বর্তমানে আবহাওয়াবিদরা মনে করছেন, এই ঘূর্ণিঝড় যেভাবে শক্তিবৃদ্ধি করছে, তাতে শুক্রবার বিকেল নয়, সকাল ১০-১২ টার দিকেই পুরীর উপকূলে আছে পড়তে চলেছে। তবে ঘূর্ণিঝড় ‘ফণী’ আরও শক্তিবৃদ্ধি করে কিনা বা গতিপথের আরও পরিবর্তন করে কিনা সেদিকে কড়া নজর রাখছেন মৌসম-ভবনের কর্তারা। এখনও পর্যন্ত মৌসম ভবন সূত্রে জানা গেছে, বর্তমানে ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রতি ঘন্টায় ১৬ কিমি বেগে স্থলভাগের দিকে এগোচ্ছে, বর্তমানে এই ঘূর্ণিঝড় পুরী থেকে মাত্র ৩৬০ কিমি দূরে রয়েছে, ফলে সময়ের অনেকটা আগেই স্থলভাগে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

এই খবর সামনে আসতেই, গোটা ওড়িশা উপকূলকে ‘হাই-অ্যালার্টে’ রাখা হয়েছে। ইতিমধ্যেই ৪ লক্ষেরও বেশি মানুষকে এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রায় ৯০০ টিরও বেশি ত্রাণ শিবির তৈরী রাখা হয়েছে। ইতিমধ্যেই, ‘ফণীর’ প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল ঝোড়ো হওয়ার সাথে শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। কেননা, এই ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে মাত্র ১৯০ কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে। তবে, আবহাওয়াবিদরা মনে করছেন, অন্ধ্রপ্রদেশ নয়, ঘূর্ণিঝড়টি প্রথম আছড়ে পড়বে ওড়িশার পুরীতেই। বর্তমানে ঘূর্ণিঝড় ‘ফণী’ দীঘা থেকে সাড়ে পাঁচশো কিমি দূরে রয়েছে, ফলে মনে করা হচ্ছে আগামী শনিবার এই ঘূর্ণিঝড় বাংলায় ঢুকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!