এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের বড়সড় সাংগঠনিক নেতা সদলবলে তৃনমূলে, বড় ধাক্কা বিরোধী শিবিরে

উত্তরবঙ্গের বড়সড় সাংগঠনিক নেতা সদলবলে তৃনমূলে, বড় ধাক্কা বিরোধী শিবিরে

মুর্শিদাবাদ,মালদার মত কংগ্রেস গড়ে ইতিমধ্যেই শাসকদলে নাম লেখাতে শুরু করেছেন কংগ্রেসের নেতারা। এবার বামপন্থীদের গড় দক্ষিন দিনাজপুরের তপনেও থাবা পড়ল শাসকের। বৃহস্পতিবার 21শে জুলাইয়ের শহীদ দিবসে তপনের চৌমাথা মোড়ে তৃনমূল কংগ্রেস আয়োজিত এক সভায় তপন পঞ্চায়েত সমিতির নির্বাচিত এক সদস্য তথা বিদায়ী বিরোধী দলনেতা আরএসপির রানা লাহিড়ী, তপনের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের আরএসপির প্রাক্তন প্রধান প্রতীত টপ্পো, উপপ্রধান রঞ্জিত সিংহ রায়,রসিদ সরকার, দুলাল বর্মন, হজরতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মহাদেবপুরের জয়ী নির্দল প্রার্থী মমিনুন মিঁয়া, সহ 250 জন বিরোধী দলের কর্মী যোগ দেয় তৃনমূলে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ এবং দক্ষিন দিনাজপুর জেলা তৃনমূল সভাপতি বিপ্লব মিত্র। এদিকে বাম গড় তপনের দাপুটে আরএসপি নেতা রানা লাহিড়ীর তৃনমূলে যোগদান নিয়ে ব্যাপক সোরগোল শুরু হয়েছে জেলাজুড়ে। এ দিন তৃনমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “সবে শুরু হয়েছে। মমতা ব্যানার্জীর উন্নয়নেই আজ আমাদের দলে রানাবাবুর মত সাংগঠনিক নেতা যোগদান করেছেন। আগামীতে তপনে আমাদের সংগঠন আরও মজবুত হবে।”

সাংসদ অর্পিতা গোষ বলেন, “বিপ্লবদার হাত ধরে আরএসপিকে অবশেষে তপনের বুক থেকে আমরা ধুলিসাৎ করতে পারলাম।” তবে আরএসপিতে থাকার সময় দল তাঁর সাথে কোনো যোগাযোগ রাখত না। উন্নয়নের সাথী হওয়ার জন্যেই তৃনমূলে যোগদান বলে জানিয়েছেন রানা লাহিড়ী। অন্যদিকে রানার সাথে যোগাযোগ করলেও সে কোনো সম্পর্কই দলের সাথে রাখেনি।

স্বার্থসিদ্ধির জন্যই তাঁর এই তৃনমূলে যোগ বলে জানান আরএসপির জেলা সম্পাদক তথা বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বামফ্রন্ট প্রায় নিশ্চিহ্ন। এহন পরিস্থিতিতে উত্তরবঙ্গের দক্ষিন দিনাজপুরের তপন বাম ঘাঁটি বলে পরিচিত হলেও যার হাত ধরে সেই জায়গায় নিজেদের সংগঠন মজবুত করেছিল বাম শরিক শরিক আরএসপি, সেই দাপুটে নেতা রানা লাহিড়ীর তৃনমূলে যোগদানে চোখে সরষে ফুল দেখতে শুরু করেছেন জেলার বাম নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!