এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুলিশে ৯ হাজার, মোট ১৩ হাজার কর্মী নিয়োগের বড় ঘোষণা রাজ্য সরকারের

পুলিশে ৯ হাজার, মোট ১৩ হাজার কর্মী নিয়োগের বড় ঘোষণা রাজ্য সরকারের

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের নানা সরকারী দফতরে ১৩ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা। পুলিশ, আইন বিভাগ, স্বরাষ্ট্র, শিক্ষা, পার্বত্য বিষয়ক, প্রশাসনিক সংস্কার ও কর্মী বিষয়ক এবং আদিবাসী বিকাশ সহ একাধিক দফতরে এই কর্মী নিয়োগ প্রক্রিয়া চলবে। অন্যদিকে, রাজ্য পুলিশে ৯১০০ পদে নিয়োগের কথা ঘোষণা করেছে মন্ত্রীসভা। অল্প কয়েক দিনের মধ্যেই এই নিযোগ প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কর্মী নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের একাধিক দফতরের জন্যে ৩৬৭৩টি পদে কর্মী নিয়োগ করা হবে। এরই সঙ্গে রাজ্যের চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজে ১৩২টি পদ পূরণ করা হচ্ছে। এছাড়াও শিক্ষা দফতরের বিভিন্ন স্তরে নিয়োগ করা হচ্ছে ১৩৭ জনকে। এরমধ্যে ১০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্যে এটা রাজ্য সরকারের একটা বিশেষ পদক্ষেপ বলে মনে করা যেতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!