এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মা-মাটি-মানুষের টান এখনও ভোলেননি, আবারও প্রমাণ হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর, এলাকায় খুশির হাওয়া

মা-মাটি-মানুষের টান এখনও ভোলেননি, আবারও প্রমাণ হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর, এলাকায় খুশির হাওয়া

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের নীচুতলার নানা নেতা-কর্মীদের বিরুদ্ধে যখন দুর্যোগে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে, যখন তা সামাল দিতে কার্যত অতিষ্ঠ তৃণমূল শীর্ষ নেতৃত্ব, ঠিক তখনই মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি স্বপন দেবনাথ। করোনার সংকটকালে পরিযায়ী শ্রমিকদের নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠেছে। বিরোধীরা দাবি করেছে, পরিযায়ী শ্রমিকদের যেখানে রাখা হচ্ছে, সেখানে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। তারা অত্যন্ত দুরাবস্থায় রয়েছেন। সম্প্রতি পূর্বস্থলীর কোয়ারেন্টাইনে সেন্টারে থাকা বেশ কিছু পরিযায়ী শ্রমিক এই ব্যাপারে “দিদিকে বলো” তে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন।

আর এই ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্যের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথেই বৃহস্পতিবারের সেই সেন্টারে গিয়ে খাবার বিলি করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জানা গেছে, এদিন সকালবেলা নানা ধরনের শুকনো খাবার, মাস্ক স্যানিটাইজার এবং সাবান নিয়ে এসেই কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছে দেন স্বপনবাবু। যেখানে 15 জন পরিযায়ী শ্রমিকের হাতে খাবারসহ সেই মাস্ক, স্যানিটাইজার তুলে দেন তিনি। আর এভাবে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ শোনার পরেই যেভাবে স্বপনবাবু তাদের পাশে দাঁড়ালেন, তাতে রীতিমত খুশির হাওয়া তৈরি হয়েছে সেই সমস্ত শ্রমিকদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই প্রথম নয়। এর আগেও নানা সময় মানুষের দুর্দিনে স্বপন দেবনাথ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রমান করে দিয়েছেন, মানুষের পাশে থাকাই জনপ্রতিনিধিদের প্রকৃত দায়িত্ব এবং কর্তব্য। যার ফলে নিজের এলাকায় অত্যন্ত ভালো ভাবমূর্তি রয়েছে স্বপন দেবনাথের। তাই বর্তমান পরিস্থিতিতে যেভাবে সেই পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছে গেলেন তিনি, তাতে রীতিমত তার ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল হল বলেই দাবি করছেন সকলে। এদিন এই প্রসঙ্গে বেশ কিছু পরিযায়ী শ্রমিক বলেন, “আমাদের বাড়িতে না পাঠিয়ে এই স্কুলে আটকে রাখা হয়েছে। কিন্তু কেউ খাবার, পানীয় জল বা জেনারেটরের তেলের ব্যবস্থা করেনি। তাই দিদিকে বলোতে অভিযোগ জানিয়েছিলাম। তাতে কাজ হয়েছে। এখন সব পাচ্ছি। প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসে খোঁজ নিয়েছেন।”

এদিকে এদিন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে স্বপন দেবনাথ বলেন, “যতদিন আপনারা কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন, ততদিন খাবারের কোনো অসুবিধা হবে না। আমি নিজে খাবারের ব্যবস্থা করছি। দু বেলা ভাত, ডাল, সবজি, ডিম, মাছ আর দুবেলা টিফিন পৌঁছে দেব। খাবারের বিষয়ে নিয়মিত খোঁজ রাখব।” সব মিলিয়ে এবার পরিযায়ী শ্রমিকদের দুর্দিনে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!