এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে মাত দেওয়ার মোক্ষম অস্ত্র পেয়ে গেল বিজেপি! একুশের আগে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির

তৃণমূলকে মাত দেওয়ার মোক্ষম অস্ত্র পেয়ে গেল বিজেপি! একুশের আগে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনকে ইতিমধ্যেই পাখির চোখ করেছে রাজ্যের গেরুয়া শিবির। সেই উদ্দেশ্যে ক্রমাগত নিজেদের রাজনৈতিক সংগঠনকে আরো শক্তিশালী করে তুলছে তাঁরা। অন্যদিকে শাসক দল তৃণমূল এই মুহূর্তে করোনা আবহে রাজ্যকে সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বর্তমানে একুশের মসনদ দখলের লক্ষ্যে রাজ্যের রাজনৈতিক শিবিরগুলি বর্তমানে রাজনৈতিক মঞ্চ গড়তে প্রস্তুত। তাই এবার রাজ্যের শাসক শিবিরের দুর্বলতা খুঁজে তাই দিয়ে আক্রমণ চালাতে শুরু করল বিজেপি শিবির। এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয় সেকথা সবার জানা। কোনমতেই রাজ্যের প্রশাসন পরিস্থিতি ঠিকভাবে সামলাতে পারছেনা বলে মত বঙ্গ বিজেপি শিবিরের। এই অবস্থাতে তাই গেরুয়া শিবির শাসকদলের ব্যর্থতাকে প্রকাশ করছে জনগণের সামনে।

বিশেষজ্ঞদের মতে, হয়ত সেই কারণেই করোনা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যবস্থাপনা সংক্রান্ত সাধারণ জনগণ কতটা খুশি তার ফিডব্যাক জানার নির্দেশ দিয়েছেন মাননীয়া তৃণমূল সুপ্রিমো।করোনা সংক্রমণের প্রারম্ভকাল থেকে বিরোধী দল বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চোখে পড়েছিল অনেকটাই। বিজেপি শিবির থেকে অভিযোগ করা হয়েছিল, রাজ্যের প্রশাসন করোনা আক্রান্তের সংখ্যা গোপন করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি মৃত্যুর সংখ্যা কমানোর জন্য রাতের অন্ধকারে দেহ সৎকার করা হচ্ছে। এই দেহ সৎকার করা নিয়ে সম্প্রতি গড়িয়া শ্মশান কান্ড বড় আকার ধারণ করে বলে জানা গেছে।অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপি শিবির থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার জনগণের কাছে বক্তব্য রেখেছেন অমিত শাহ এবং দাবি জানিয়েছেন, 2021 বিধানসভা নির্বাচন থেকে বিদায় নেবে রাজ্যের শাসক দল তৃণমূল।

সূত্রের খবর, এই মুহুর্তে তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর নিজেও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, তড়িঘড়ি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার।

বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার যে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে, সে কথা স্পষ্ট। অন্যদিকে রাজ্য বিজেপি শিবির তৃণমূলের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আগামী দিনে নিজেদের রাজনৈতিক জমি আরো শক্ত করার পথে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের শাসক শিবির যদি বর্তমান পরিস্থিতিকে দ্রুত করায়ত্ত না করেন, তাহলে আগামী দিনে কিন্তু তা বুমেরাং হয়ে ফিরতে পারে রাজ্যের শাসক দলের প্রতি। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!