এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার অনুমতি দিয়েও বাতিল করা হলো বিজেপির সভা

এবার অনুমতি দিয়েও বাতিল করা হলো বিজেপির সভা


আজ সিউড়ির জেলার স্কুলের ছোট মাঠে জনসভা করবার কথা ছিল বিজেপির। আর তার জন্য অনুমতি চাওয়া হয়েছিল সিউড়ি পুরসভায়। পুরসভার তরফ থেকে অনুমতি দেওয়াও হয় কিন্তু আবার সেই অনুমতি বাতিল ও করা হয় বলে দাবি করেছে বিজেপি। এর কারণ হিসাবে বিজেপি দাবি করেছে যে বিজেপির জন জাগরণের যাত্রায় এত জনসমাগম দেখে ভয় পেয়েছে তৃণমূল সরকার তাই অনুমতি দিয়েও তা বাতিল করেছে।এছাড়া মুকুল রায়ের এই জনা-জাগরণে দুবরাজপুরের তাঁতি পাড়ায় তিন তৃণমূল নেতা যোগ দিয়েছেন আর সেই প্রসঙ্গ টেনে বিজেপির দাবি বিজেপিকে ওই মাঠে সভা করবার অনুমতি দিলে তৃণমূলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে সেটা তৃণমূল জানে বলেই এই সভার অনুমতি বাতিল করেছে পুরসভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!