এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “তৃণমূল দল একই পরিবারের সবাইকে টিকিট দিয়েছে।” – বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার

“তৃণমূল দল একই পরিবারের সবাইকে টিকিট দিয়েছে।” – বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের বেশ কিছুটা পূর্ব থেকেই শাসকদল তৃণমূলে যে ভাঙ্গনের পালা চলছিল, নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর ভাঙ্গনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। গতকাল একাধারে ৫ জন হেভিওয়েট বিধায়ক তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। তৃণমূলের বহু বিদায়ী বিধায়ককে বিধানসভা নির্বাচনের টিকিট দেয়া হয়নি। ফলে অনেকে ক্ষুব্ধ হয়ে দল ছেড়েছেন ও যোগদান করেছেন বিজেপিতে।

প্রসঙ্গত, সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এবছর দলের প্রার্থী করা হয়নি। এই কারণেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, বয়স হয়ে গেলে নির্বাচনের টিকিট দেয়া হবে না, বিজেপিতে যোগদান করতে পারবেন না, এটা কোন কারন হতে পারে না। সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার প্রসঙ্গে তিনি জানালেন যে, বেচারাম মান্নার কি খুব স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তিনি অভিযোগ করলেন, রাজ্যের শাসক দল তৃণমূল একই পরিবারের সকলকে নির্বাচনের টিকিট দিয়েছে। তিনি জানালেন, বেচারাম মান্নার সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রীকেও নির্বাচনের টিকিট দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, স্বচ্ছ ভাবমূর্তি থাকার কারণে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বাদ দেয়া হয়েছে। এরপর বিজেপি নেতা সায়ন্তন বসু কটাক্ষ করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনের টিকিট কোয়ালিটি অনুসারে দেয়া হয়নি। তৃণমূলে যারা যত বেশি বেচতে পেরেছেন বা কিনতে পেরেছেন তাদেরকেই দেয়া হয়েছে টিকিট। এ কথা তিনি বলছেন না, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তাঁরাই একথা বলছেন, বলে জানালেন সায়ন্তন বসু।

আবার, আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার কারণে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ত্যাগ করেছেন হবিবপুরের বিধায়ক সরলা মূর্মূ। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, সরলা মূর্মূ বিজেপিতে যোগদান করবেন বলে, আগে থেকেই ঠিক করেছিলেন। এরপরই তৃণমূল হবিবপুর কেন্দ্র থেকে পদপ্রার্থী পরিবর্তন করেছে। এভাবেই নির্বাচনের প্রার্থী তালিকা বিষয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!