এখন পড়ছেন
হোম > রাজ্য > বাঁকুড়ায় বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নেতা

বাঁকুড়ায় বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নেতা

বাঁকুড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দলীয় নেতা।বিজেপির শক্তি বাড়িয়ে এদিন বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকায় শাসক দলে বড়সড় ভাঙন ধরিয়ে পাত্রসায়রের তৃণমূলের নেতা ঝনটু মিদ্যা সহ ১৫০ জন তৃণমূল কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সোনামুখী নগর মণ্ডল সভাপতি তাপস মিত্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তৃণমূলে যোগ দিয়েই নিজেকে ‘পাত্রসায়র ব্লক তৃণমূল কোর কমিটির নেতা’ বলেও দাবি করেন ঝনটুবাবু। এর পথেই তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন যে, “তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষকে ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করে গায়ের জোরে বিষ্ণুপুর মহকুমার ত্রিস্তর পঞ্চায়েতের সব কটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।” এর পর তিনি জানান যে তৃণমূল করার অপরাধে ৬৭ টা কেস খেয়েছেন তিনি। পুরনো কর্মীদের সাথেও অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এখানেই ঠেকমে দেননি তিনি জানান যে আগামী লোকসভা ভোটে তৃণমূল উচিত্‍ শিক্ষা পাবে। এদিকে এই নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে খুশির হাওয়া বিজেপিতে। বিজেপি নেতৃত্বের দাবি যে মানুষ তৃণমূলের পশে নেই ,জোর করে বেশিদিন ক্ষমতা ধরে রাখা যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!