এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘দশ মাথার’ মোদীকে বিঁধে, মুখ্যমন্ত্রীর জয়গানে ভোটের প্রচারে বঙ্গের অধ্যাপককূল

‘দশ মাথার’ মোদীকে বিঁধে, মুখ্যমন্ত্রীর জয়গানে ভোটের প্রচারে বঙ্গের অধ্যাপককূল


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্টুন এঁকে তাতে দশটি মাথা যুক্ত করে ব্যঙ্গ ছড়া সহযোগে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্যে নির্বাচনী প্রচারে সামিল হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত অধ্যাপকদের সংগঠন। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন নামক ঐ সংগঠনের ১৫ পাতার নির্বাচনী প্রচার পুস্তিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনৈতিক সমালোচনাতে রীতিমত বিদ্ধ করা হয়েছে। তারমধ্যে অন্যতম হলো, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর প্রচারের মূল মন্ত্র ছিল ‘আচ্ছে দিন আনে ওয়ালে হে’। চার বছর পরে কী কী ভালো হয়েছে, তার নেতিবাচক ফিরিস্তি দেওয়া হয়েছে বিভিন্ন ছড়ার মাধ্যমে। এছাড়াও এই প্রচার পুস্তিকায় প্রধানমন্ত্রীর ১০ টি মাথার ব্যঙ্গচিত্রও রয়েছে। ‘ভূতের মুখে রাম নাম’ শীর্ষক এই ব্যঙ্গচিত্রে প্রধানমন্ত্রীর মাথায় দু’ হাজার টাকার নোটের মুকুট এবং তাঁর গলায় এক হাজার টাকার নোটের মালা রয়েছে। ডিমানিটাইজেশনের বিরোধিতায় এমন ব্যঙ্গচিত্রর পাশাপাশি ব্যাঙ্ক সংক্রান্ত একটি বিলের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

এই প্রচার পুস্তিকায় রাজ্যের মানুষদের সতর্ক করে বিভিন্ন ছড়া রাখা হয়েছে। যেমন – ‘বঙ্গবাসী মনের ভুলে, ভোট দিও না পদ্মফুলে’ বা ‘পদ্মফুলের দুইটি সাজি, ব্যাঙ্ক-লুঠ আর দাঙ্গাবাজি’। প্রসঙ্গত, গত ১৮ ই এপ্রিল এই সংগঠন উল্লিখিত প্রচার পুস্তিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারকার্য শুরু করেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করা হলেও এই পুস্তিকা তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজের প্রভুত সুখ্যাতি করা হয়েছে। বিভিন্ন ছড়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুখ্যাতি করা হয়েছে। এমনকি এই পুস্তিকাতে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো মোট ২০টি প্রকল্পের নাম। সেগুলি রাজ্য সরকারের কোন দফতরের অধীনে এবং এই সব প্রকল্পের সুবিধা পেতে হলে কোথায় যোগাযোগ করতে হবে, সে সবেরও বিবরণও রয়েছে এই প্রচার পুস্তিকায়। সবমিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরকে বিঁধে ঘাসফুল শিবিরকে জয়ী করতে কোমর বেঁধে আসরে নেমে পড়ল অধ্যাপকদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!