তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি রাজ্য January 30, 2018 গতকাল ভাতারে একটি দলীয় জনসভায় যোগ দেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। এদিন তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন,“আমি চলে যাওয়ার পর যদি কোনও বিজেপি কর্মীর উপর হাত পড়ে বা কর্মীর আত্মীয়-স্বজনদের নিয়ে টানটানি হয়, তাহলে কিন্তু ছেড়ে কথা বলব না। যারা অন্যায় করবে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করব। আমার এটুকু ক্ষমতা পশ্চিমবঙ্গে আছে। দয়া করে সন্ত্রাস বন্ধ করুন। সন্ত্রাস বন্ধ না করলে, আমরাও পালটা সন্ত্রাস করব।” পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন যে,যেসব পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তৃণমূল নেতা-নেত্রীদের কথায় উঠছে, আমাদের উলটো-পালটা কেস দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, তাদের আমরা লক্ষ্য রাখছি। আমাদের একটা গেরুয়া ডায়েরি আছে। সেই ডায়েরিতে ওইসব পুলিশ অফিসারের নাম আমরা নোট করে রাখছি। আমরা যেদিন পশ্চিমবঙ্গে আসব, ওইসব পুলিশ অফিসারকে একটু হাওয়া খেতে পাঠিয়ে দেব। আর ভালো, সৎ, নির্ভীক পুলিশ অফিসারদের দিয়ে প্রশাসন চালাব। আপনার মতামত জানান -