এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবশেষে আদালতে বড়োসড়ো জয় শুভেন্দু অধিকারীর, ব্যাকফুটে শাসকদল

অবশেষে আদালতে বড়োসড়ো জয় শুভেন্দু অধিকারীর, ব্যাকফুটে শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আদালতে বড়োসড়ো জয় পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যের বিভিন্ন স্থানে সভা বা রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করতে গেলে তৃণমূল কর্মী, সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছিলেন। এরপর বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর, এই মামলার সঙ্গে আরও একটি আবেদন যুক্ত করেন তিনি। যেখানে তিনি জানান যে, কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের পক্ষ থেকেও একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য নিরাপত্তা ব্যবস্থা তাঁকে দেবার কথা।

আদালতে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, তাঁর ওপর যাতে কোন বড় আক্রমণ বা বড়োসড়ো শারীরিক ক্ষতি না হয়, এজন্য তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে তাঁর জন্য পাইলট কার, রুট লাইনিং ইত্যাদির ব্যবস্থা করা হয় নি। তিনি কোথাও গেলে রাজ্যের পক্ষ থেকে তাঁকে নিরাপত্তা দেয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, ভোট গণনার পর নন্দীগ্রামে শংসাপত্র আনতে গেলেও, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল, তাঁর উপর চলেছিল আক্রমণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর শুভেন্দু অধিকারীর অভিযোগের পর রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। গত বৃহস্পতিবার এই রিপোর্ট আদালতে জমা দিয়েছেন রাজ্যের ডিজি সিকিউরিটি। এই রিপোর্টে জানানো হয়েছে যে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রাজ্যের পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য অতিরিক্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হবে। প্রয়োজনে পাইলট কার, রুট লাইনিং এর ব্যবস্থা করা হবে।

তাঁর নিরাপত্তা নিয়ে আদালতকে আশ্বস্ত করা হয়। জানানো হয়, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্য তাঁর নিরাপতা তুলে নিয়েছিল। তবে, এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার জানিয়েছেন যে, রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর জন্য পাইলট কার, রুট লাইনিং এর মতো ব্যবস্থা গুলি করেনি। এ কারণে কোথাও যাতায়াত করতে গেলে যথেষ্ট রকম অসুবিধায় পড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোন কাজে তিনি কোথায় গেলে সেখানে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দেওয়ার দাবি করেছেন তিনি।

এরপর, রাজ্যের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেবার পর এই মামলার নিষ্পত্তি করেছেন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ। এর ফলে এখন থেকে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও নিরাপত্তা দিতে চলেছে শুভেন্দু অধিকারীকে। নিরাপত্তা নিয়ে আদালতে একটি বড়সড় জয় পেলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!