এবার বেআইনি সম্পত্তি নিয়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী বিধায়কদের ঘুম ওড়াতে বিশেষ ব্যবস্থা সুজন চক্রবর্তীর কলকাতা রাজ্য February 14, 2019 রাজ্যের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যখন তদন্তের জন্য তোড়জোড় শুরু করা হচ্ছে এবং এই ঘটনাটিকে ঘিরে যখন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শাসক দল, ঠিক তখনই সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিয়ে এবার আয়কর দপ্তরে তৃণমূলের প্রথম সারির 25 জন নেতার বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তির একটি তালিকা জমা করলেন রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সূত্রের খবর, এদিন আয়কর দপ্তরে হাজির হয়ে রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বেআইনি সম্পত্তির পরিমাণ জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 25 জন হেভিওয়েট নেতা, মন্ত্রী এবং বিধায়কের একটি নামের তালিকা জমা দেন। আর এই নামের তালিকা নর্থ ইস্ট রিজিয়নের ডিরেক্টরের কাছে জমা দিয়ে সুজনবাবু দাবি করেন, নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের এই 25 জন নেতা, মন্ত্রী এবং বিধায়ক যে তথ্য পেশ করেছিলেন এখন যদি বিষয়টি খতিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে পূর্বের থেকে তাঁদের বেআইনি সম্পত্তির পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে রাজ্যের বাম নেতা সুজন চক্রবর্তী তৃণমূলের 25 জন প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়কের নাম আয়কর দপ্তরে জমা দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এদিন আয়কর দপ্তর থেকে বেরিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “বাংলাকে বেআইনি সম্পত্তির কারখানা বানিয়ে তুলেছেন তৃণমূল নেতারা। এই বেআইনি সম্পদ নিয়ে মন্ত্রী, এমএলএ হওয়া তুর্কি নাচন নাচাব।” অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাজোট নিয়োগ ফের কটাক্ষ ছুড়ে দেন রাজ্যের বাম পরিষদীয় দলনেতা। এদিন তিনি বলেন, “পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আসলে জোটের মুখ কে হবে তা নিয়েই এখন ব্যস্ত রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে।” তবে সুজন চক্রবর্তী রাজনৈতিক প্রসঙ্গে যে বক্তব্যই রাখুন না কেন, বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট 25 জন প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়কের বিরুদ্ধে বেআইনি সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তুলে যেভাবে তিনি আয়কর দপ্তরে নামের তালিকা ধরেন তাতে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল যে কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -