এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার কি এই সংসদকে দল থেকে ছাঁটাইয়ের পক্রিয়া শুরু হয়ে গেলো জল্পনা তুঙ্গে

এবার কি এই সংসদকে দল থেকে ছাঁটাইয়ের পক্রিয়া শুরু হয়ে গেলো জল্পনা তুঙ্গে

তৃণমূল সাংসদ অনুপম হাজরা কয়েকদিন আগেই ভারতী ঘোষকে নিয়ে তাঁর ফেসবুকে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিলেন এবার মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিয়ে ফেসবুকে বির্তকিত মন্তব্য করে ফের একবার সংবাদ শিরোনামে। বীরভূম জেলা তৃণমূলের একটা বড় অংশ ক্ষুব্ধ তাঁর উপরে। এই নিয়ে অনুব্রত মন্ডল বললেন,‘‘ওটা একটা ননসেন্স! ওটা একটা আস্ত পাগল! কোনও ভ্যালু নেই। নিন্দা করতেও লজ্জা হচ্ছে।’’পাশাপাশি তিনি যায় জানান যে,অনুপম যা করছেন, তাতে দলেরই ক্ষতি হচ্ছে তাই উনি না থাকলেই মঙ্গল।বেজায় চটেছেন জেলার নেতারাও এদিন জেলার নেতাদের কথায় ‘‘অনুপম আমাদের কাছে বিড়ম্বনার। ওর বিতর্কিত কাজকর্ম নিয়ে অনেকবার আমরা বিপদে পড়েছি। দাদা (অনুব্রত) বোলপুর ফিরলে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। দিদিকে জানাব, ও থাকলে জেলায় দলের ক্ষতি।’’ তাছাড়া আগামিদিনে জেলায় দলের কোনও কর্মসূচিতে ও অনুপমবাবুকে তারা রাখতে চাননা বলে জানিয়েছেন।অনুপমবাবুকে নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন পঞ্চায়েত স্তরের নেতারাও তাঁদের মতে, তৃণমূল স্তরে মানুষের সঙ্গে তেমন যোগাযোগ নেই অনুপমবাবুর ফলে, পঞ্চায়েত নির্বাচনে অনুপমবাবুর থাকা বা না থাকা সমান।তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আবার এই নিয়েএই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বার বার অনুপম এমন বিতর্ক তৈরি করছেন। সংসদীয় দল দেখুক বিষয়টি। এটা দলের কোনও বক্তব্য নয়। বিকৃত মন্তব্য। কীভাবে এমন কথা বলে জানি না। অরাজনৈতিক লোককে দলে নিলে এমনই হয়!’’বলে আগেই মন্তব করেছেন ফলে সব মিলিয়ে অনুপমবাবুর দিকে বেজায় চটেছে দল তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই সুযোগ হাতছাড়া করতে চান নি বোলপুরের প্রাক্তন সাংসদ সিপিএম নেতা রামচন্দ্র ডোম। তিনি আগুনে ঘি ঢেলে বলেন, ‘‘গর্হিত অপরাধ। অনুপমের দল তো গাঁধীবাদী। মনে হচ্ছে, তার পরিবর্তন ঘটছে। বিপজ্জনক হল, টিএমসি’র জার্সি পরে অনুপম এসব করছেন। এমন রাজনীতিবিদ দেশের পক্ষে বিপজ্জনক। জেলার পক্ষে তো বটেই।’’তাই সব মিলিয়ে কোনঠাসা হয়ে পড়েছেন অনুপমবাবু।যদিও এই নিয়ে এখনো পর্যন্ত নেত্রীর কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। তবু এটা বলা যায় যে তিনিও খুব একটা খুশি হবেন না বলেই মনে হয়।তবে তৃণমূলের অন্দরে এই নিয়ে জল্পনা শুরু যে তবে কি এবার অনুপমবাবুকে দল থেকে ছাঁটাইয়ের কাজ শুরু হয়ে গেলো? ভবিষ্যৎ বলবে কি হবে ? তবে নেত্রী কিছু ব্যাবস্থা নেবেন বলেই আশাবাদী দল।যদিও সবটাই জল্পনা কেননা রাজনীতিতে কি হবে তা কোনো ভাবেই স্পষ্ট বলা সম্ভব নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!