এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন। বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাতখরচ পাবেন।” – ঘোষণা মুখ্যমন্ত্রীর

“তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন। বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাতখরচ পাবেন।” – ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বাঁকুড়ায় একাধারে তিনটি জনসভায় যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সম্পতি বাঁকুড়ার কোতুলপুরে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি জনসভা করবেন ইন্দাস ও বড়জোড়ায়। কোতুলপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে রেশন পাওয়া যাবে, বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাত খরচা পাবেন। এছাড়া এখন থেকে ৭ দিনে কাস্ট সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানালেন, তৃণমূল ক্ষমতায় এলে বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। বাঁকুড়ার সমস্ত জমিকে উর্বর করে দেয়া হবে। ২৫ লক্ষ ছেলেমেয়েকে ১০০ দিনের কাজে যুক্ত করা হবে। বৃহৎ জল প্রকল্প চালু হতে যাচ্ছে এই জেলায়। তিনি জানালেন, আগে জেলার রাস্তার অবস্থা ভাল ছিল না। কোন কাজই হতো না আগে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, এখন ১২১৮ কোটি টাকা খরচ করে বাঁকুড়াতে বৃহৎ জল সরবরাহ প্রকল্প চালু হতে চলেছে। বাড়িতে বসে কাজের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন কোতুলপুরে বিজেপি কোতল ছাড়া আর কিছুই করত না। ৭২ হাজার কোটি টাকা খরচ করে শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করবে তৃণমূল। তিনি জানালেন বাঁকুড়ার ছেলে-মেয়েরা পড়াশোনায় অনেক ভালো। বাঁকুড়াতে মাল্টি সুপার হাসপাতাল তৈরি করা হয়েছে।

এরপর বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। বিনামূল্যে পাওয়া চাল রান্না করতে ৮০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। বিজেপিকে বিনামূল্যে গ্যাস দেওয়ার দাবি জানালেন তিনি। অভিযোগ করে তিনি জানালেন যে, সব কিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি। এরপর ব্যাংকে জমা টাকাও ফেরত পাওয়া যাবে না। বিজেপি শুধু মিথ্যা কথা বলে, তাই বিজেপিকে ভোট না দিতে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!