এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যোগ দেওয়া মাত্রই এবার বড়োসড়ো পুরস্কার পেতে চলেছেন বাবুল সুপ্রিয়

তৃণমূলে যোগ দেওয়া মাত্রই এবার বড়োসড়ো পুরস্কার পেতে চলেছেন বাবুল সুপ্রিয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শনিবার হঠাৎ তৃণমূলে যোগদান করলেন বাবুল সুপ্রিয়। যাকে এই দশকের বঙ্গ রাজনীতির চরম বিস্ময় বলা যায়। গত মাসেই তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আজ হঠাৎ যোগদান করলেন তৃণমূলে। তবে, জানা যাচ্ছে যে, সাংসদ পদ ছেড়ে দিতে চলেছেন তিনি। যেহেতু তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন, তাই বিজেপির সাংসদ পদ ধরে রাখতে চান না তিনি। এদিকে কিছুদিন আগেই রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। দলের সাংগঠনিক দায়িত্বে আনা হয়েছে তাঁকে। এবার জানা যাচ্ছে, তাঁর ছেড়ে আসা রাজ্যসভার সাংসদ পদে পাঠানো হবে বাবুল সুপ্রিয়কে।

অর্থাৎ, যে বাবুল সুপ্রিয় এতদিন বিজেপির একজন দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন, রাজ্যসভায় এবার তিনি বিজেপির বিরুদ্ধে বসতে পারেন। এদিকে গায়ক হিসেবে ও সুবক্তা হিসেবে যথেষ্ট রকম সুনাম রয়েছে বাবুল সুপ্রিয়র। আর দীর্ঘদিন ধরে বিজেপিতে থাকার কারণে দলের সমস্ত বিষয়ে তিনি ওয়াকিবহাল। তাই তাঁকে বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল বিরোধী হিসেবে যিনি এতদিন সুপরিচিত ছিলেন, এবার বিজেপির বিরোধিতাতে তাকে নামাতে পারে তৃণমূল। ইতিপূর্বে জানা গিয়েছিল যে, অর্পিতা ঘোষের ছেড়ে আসা পদে যশবন্ত সিনহা বা সাকেত গোখলে যেতে পারে ন। তবে এবার এই পদে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বাবুল সুপ্রিয়র। কারণ, জাতীয় স্তরে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। জানা যাচ্ছে আগামী মঙ্গলবার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন বাবুল সুপ্রিয়। আর এরপরই তিনি যেতে পারেন রাজ্যসভাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!