এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে এবার সিপিএমের হাত ধরেছে তৃণমূল কংগ্রেস’

‘পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে এবার সিপিএমের হাত ধরেছে তৃণমূল কংগ্রেস’

পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে রুখে দিতে এ বার সিপিএমের হাত ধরেছে তৃণমূল কংগ্রেস, এমনই বিস্ফোরক অভিযোগ করল এ বার রাজ্য বিজেপি। সবং বিধানসভার উপনির্বাচনের ফলাফলের জেরে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরী বলেছেন, সবংয়ের উপনির্বাচনের প্রচারে বিজেপির উপর যেভাবে সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস, সেভাবে সিপিএমের উপর সন্ত্রাস হয়নি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সিপিএমের কাঁধে ভর দিয়ে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। আর, এই উপনির্বাচনে বিজেপিকে রুখে দেওয়ার জন্য সিপিএমের হাত ধরেছে তৃণমূল কংগ্রেস।
তিনি আরো বলেন যে, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস রুখে দিয়ে ১৯ শতাংশ বিদ্রোহী মানুষ বিজেপিকে ভোট দিতে পেরেছেন। গত ৪০ বছর ধরে পশ্চিমবঙ্গে যে প্রক্রিয়ায় ভোট হচ্ছে, সেই প্রক্রিয়া বন্ধ হওয়া দরকার। প্রক্রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি স্পষ্ট করে বলেন, রিগিং – সিপিএম যেভাবে ভোটে রিগিং করত, একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসও রিগিং করছে। বিজেপি সাংগঠনিক দল, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের মোকাবিলা সাংগঠনিক ভাবেই করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!