পাঁচটায় পঞ্চায়েত – একনজরে কোন দিন কোন তৃণমূল নেতা আসছেন ফেসবুক লাইভে বিশেষ খবর রাজ্য April 30, 2018July 16, 2021 আজ থেকে শুরু হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত পঞ্চায়েতের ‘হাই-টেক’ প্রচার। ‘পাঁচটায় পঞ্চায়েত’ নামে এই বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রামের সূচনা আজ হল রাজ্যসভার পরিষদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েনের হাত ধরে। তিনি এদিন স্পষ্ট করে দেন, এই অনুষ্ঠান কোনও কুৎসা করার জন্য নয়, বিগত সাত বছরে রাজ্য জুড়ে যে অসংখ্য কাজ হয়েছে তার খতিয়ান আমরা ধীরে ধীরে তুলে ধরব। সেইমত তৃণমূল কংগ্রেসের ১০ টি কাজের খতিয়ান নিয়ে তিনি কথা বলেন আজ। তার সাথেই জানান আগামীদিনে এই বিশেষ অনুষ্ঠানে আসবেন – আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে শুভেন্দু অধিকারী সৌগত রায় ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য কাকলি ঘোষ দস্তিদার শশী পাঁজা ব্রাত্য বসু প্রতিমা মণ্ডল মহুয়া মৈত্র দেবু টুডু দীপ্তাংশু চৌধুরি সুপর্ণ মৈত্র দীপক অধিকারী (দেব) অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার মতামত জানান -