এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > লকডাউনে খাদ্য সামগ্রী বিতরণ নিয়েও তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে! ছিঃ ছিক্কার সর্বত্র!

লকডাউনে খাদ্য সামগ্রী বিতরণ নিয়েও তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে! ছিঃ ছিক্কার সর্বত্র!

দেশজুড়ে করোনা ভাইরাসকে আটকাতে চেষ্টা করছেন সকলেই। ইতিমধ্যেই 21 দিনের লকডাউনের ঘোষণা করা হয়েছে। মানুষ কার্যত গৃহবন্দি। আর এহেন একটা পরিস্থিতিতে জনসাধারণের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে শাসক থেকে বিরোধী সমস্ত দলের নেতা-নেত্রীদের। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূলের নেতা নেত্রীরা যে গোষ্ঠী কোন্দলে বিভোর হয়ে পড়বেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।

সূত্রের খবর, অন্যান্য জায়গার মত ইংরেজবাজার পৌরসভার তরফেও সমস্ত ওয়ার্ডের মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিলি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এতেই দলের পরিচালিত পৌরসভার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন ইংরেজবাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। জানা যায়, এদিন 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি নিজের ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আর তখনই তিনি এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন। যেখানে এলাকাবাসীদের তরফ থেকে কাউন্সিলরকে জানানো হয় যে, অন্যান্য জায়গায় অনেক বেশি পরিমাণে খাদ্য সামগ্রী দেওয়া হলেও, কেন তাদের ওয়ার্ড এই সামান্য খাদ্য দেওয়া হচ্ছে! আর এতেই রীতিমত মেজাজ হারিয়ে এলাকাবাসীর সঙ্গে তীব্র বাদানুবাদ জড়িয়ে পড়তে দেখা যায় সেই তৃণমূল কাউন্সিলরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে দলের পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন নরেন্দ্রনাথ তিওয়ারি। এদিন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। তৃণমূলের এই কাউন্সিলর বলেন, “পৌরসভার যারা পদাধিকারী, তারা নিজেদের ওয়ার্ডে মর্জি মতো সামগ্রী দিয়েছেন। কিন্তু আমাদের মত কাউন্সিলরদের জন্য বরাদ্দ হয়েছে সামান্য পরিমাণে। পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে জেলাশাসককে লিখিতভাবে অভিযোগ জানাব।”

আর তৃণমূল কাউন্সিলরের তরফে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম বৈষম্যমূলক অভিযোগ ওঠায়, এখন রীতিমত চর্চার চর্চিত কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে সর্বত্র। যদিও বা তৃণমূলের কাউন্সিলারের তরফে এই অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ।

এদিন তিনি বলেন, “কাউন্সিলরের অভিযোগ ভিত্তিহীন। সব ওয়ার্ডেই সমান খাদ্য সামগ্রী বন্ঠন হয়েছে। তবে অভিযোগ খতিয়ে দেখা হবে।” কিন্তু চেয়ারম্যান যে কথাই বলুন না কেন, সাধারণ মানুষের দুর্দিনে যেখানে শাসক-বিরোধী মধ্যে গন্ডগোল লাগছে না, সেখানে তৃণমূল বনাম তৃণমূলের এই খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে যে গন্ডগোল প্রত্যক্ষ করা গেল মালদায়, তাতে নিঃসন্দেহে বিড়ম্বনা বাড়ল শাসক দল তৃণমূল কংগ্রেসের বলে মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!