আগামী ২৯ এই মুকুল রায়ের পাল্টা ‘টোটকা’ দেবে শাসকদল বিশেষ খবর রাজ্য December 27, 2017 যে জঙ্গলমহল রাজ্যের শাসকদলের প্রায় গড় হয়ে উঠেছিল, সেখানেই বিশাল জনসভা করে তাকে লাগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। গত বড়দিনের দিন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকারকে নিয়ে সভা করে বিজেপি। বিজেপির তরফে দাবি, সেই সভায় সাধারণ মানুষের ভিড় ভেঙে পড়ে। আর তাই সেই একই জায়গায় পাল্টা সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করতে চলেছে এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির সেই সভার পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্থানীয় কোনও নেতানেত্রীকে না এনেই ভিড়কে টেক্কা দিয়ে বাজিমাত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মণ্ডল জানান, পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে এসে বিজেপি নেতারা যে মিথ্যা অপপ্রচার ও কুৎসা করে গিয়েছেন তারই পাল্টা সভা করা হবে আগামী ২৯ডিসেম্বর। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধেও সভা থেকে ধিক্কার জানানো হবে। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত প্রমুখ উপস্থিত থাকবেন। আপনার মতামত জানান -