এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > দলের ভাঙ্গনে শাসকদল তৃণমূলকে তীক্ষ্ণ ব্যঙ্গ ও তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

দলের ভাঙ্গনে শাসকদল তৃণমূলকে তীক্ষ্ণ ব্যঙ্গ ও তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলে টিম পিকের ক্রম-বর্ধমান বাড়বাড়ন্ত সহ বেশ কিছু বিষয় নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, শাসকদল তৃণমূলে ভাঙ্গনের পালার উন্মোচন করেছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী । এরপর প্রথমে মন্ত্রিত্ব, তারপর বিধায়ক পদ, সবশেষে দলের সদস্যপদ ছেড়ে দিয়ে দলের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই শাসক দল তৃণমূলে ভাঙ্গনের পালা বেড়েছে বহুগুনে। এই পরিস্থিতিতে গতকাল মন্ত্রিত্ব ছেড়ে দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শুধু মন্ত্রীত্বই নয়, হাওড়া জেলা তৃণমূলের সভাপতির পদ ত্যাগ করে দলের সঙ্গে সম্পর্কে তালা-চাবি ফেললেন তিনি। এই বিষয় নিয়েই গতকাল শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল মঙ্গলবার বর্ধমান শহরের কুড়মুনে একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে সভাস্থল থেকে লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগসহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে তীব্রভাবে কটাক্ষ করলেন তিনি। গতকাল লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব ত্যাগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মুখ্যমন্ত্রীর (দিদিমনির) দলে শুরু হয়েছে ভাঙ্গন। দলের একের পর এক উইকেট পড়তে শুরু করেছে। এখন কারো ফোন ধরতেও ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। যারা সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করছেন, ফিরে এসে দুপুরে তারাই দল ছেড়ে দিচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড সংগ্রহ করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী নিজেকে সাধারণ মানুষ বলেই মনে করেন। সাধারণ মানুষের সঙ্গে সেদিন মিশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকেও ব্যঙ্গ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই উদ্যোগকে নাটক বলে কটাক্ষ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়( ভাইপো) উত্তরবঙ্গে গিয়েছেন সেখানে দল বলে আর কোন কিছু অবশিষ্ট আছে কিনা সেটা দেখতে।

গতকাল বর্ধমানের এই সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। খাদ্যমন্ত্রীকে তিনি ‘চাল চোর’ বলে সম্বোধন করেছেন। শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন যে, রেশনের চাল বা আমফানের ত্রাণ কোন চোরকেই রেহাই দেওয়া হবে না। মে মাসের পর জেলে পাঠানো হবে সকলকে।

গতকালের সভা থেকে রাজ্যের মানুষের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, আগামী দিনের কর্মসংস্থান মিলবে রাজ্যবাসীর। তিনি জানিয়েছেন যে, একুশের পর আর কোন সমস্যা থাকবে না রাজ্যবাসীর। রাজ্যের কাউকে চাকরি, পড়াশোনা বা চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হবেনা। সমস্ত কিছু পাওয়া যাবে এই বাংলায়। গতকাল এভাবেই লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ত্যাগ ও নানাবিধ বিষয় নিয়ে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!