এখন পড়ছেন
হোম > Uncategorized > শুভেন্দুর অফিসে পুলিশ, স্বাভাবিক হিসেবেই দেখছেন দিলীপ!

শুভেন্দুর অফিসে পুলিশ, স্বাভাবিক হিসেবেই দেখছেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পুলিশ দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে, এই অভিযোগ বিজেপির দীর্ঘদিনের। তবে এই পরিস্থিতিতে হঠাৎ করেই রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশি হামলা চালানো হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর এবার গোটা ঘটনাকে কার্যত স্বাভাবিক হিসেবেই দেখছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশি হামলা নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এগুলো নতুন কিছু নয়। আমাদের রাজ্য অফিসেও একাধিকবার হামলা হয়েছে। নেতাদের গাড়ি ভাঙ্গা হয়েছে। পশ্চিমবঙ্গে বিরোধীদের ওপর আক্রমণ স্বাভাবিক ঘটনা। কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী, বিরোধী দলনেতার অফিসও সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে! আমরা যেটা বলি, এটাই তার প্রমান।”

বিশেষজ্ঞদের মতে, বারবার বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি হামলা নিয়ে শোরগোল পড়ে গেলেও, তিনি যে গোটা ঘটনাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন এবং এটা যে রাজ্যের প্রতিহিংসাপরায়ণ আচরণ, তা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!